শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরি পিছু ছাড়ছে না ডেল স্টেইনের

স্পোর্টস ডেস্ক : আবারও ইনজুরিতে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ডেল স্টেইন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে হ্যাম্পশায়ারের হয়ে নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নেমে নিজের ১১তম ওভারেই কুঁচকিতে চোট পড়ে। যার ফলে ওভার শেষ করতে পারেননি স্টেইন।

কুঁচকির চোট নিয়েই মাঠ ছাড়েন ৩৫ বছর বয়সি এ পেসার। এরপর আর মাঠে ফিরতে পারেননি। গতকাল ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ঠিক কত দিনের জন্য মাঠে বাইরে থাকতে হবে তা এখনও নিশ্চিত নয়। ইনজুরির সঙ্গে লড়াই করছেন স্টেইন। শেষ দুই বছরে একাধিক ইনজুরিতে মাঠের বাইরে দীর্ঘসময় থাকতে হয় তাকে।

কাঁধের চোট কাটিয়ে কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ফিরেছিলেন। বল হাতে পুরোনো আগ্রাসন দেখাতে পারেননি। তার পারফরম্যান্সে তেমন খুশিও নন কোচ ওটিস গিবসন। তাই ওয়ানডে দলে সুযোগ দেননি। বল হাতে ‍দ্যুতি ছড়াতে না পারলেও ওই সফরে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়েছিলেন স্টেইন।

শন পোলক ও স্টেইন সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪২১ উইকেট নিয়েছেন। পোলককে ছাড়িয়ে যেতে স্টেইনের প্রয়োজন মাত্র ১ উইকেট। কিন্তু যেভাবে বারবার ইনজুরিতে পড়ছেন স্টেইন, আবারও মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।

তবে ২০১৯ বিশ্বকাপের পর থেকে শুধু টেস্ট খেলার ইচ্ছা তার। বিশ্বকাপের পর সীমিত পরিসরের ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন স্টেইন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৬ সালের অক্টোবরে শেষ ওয়ানডে খেলেছিলেন স্টেইন। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়লেও এখন ওয়ানডে দলে সুযোগ পাচ্ছেন না।

ওয়ানডে দলে এই মুহূর্তে জায়গা না পেলেও স্টেইনের বিশ্বাস বিশ্বকাপের দলে ঠিকই জায়গা করে নেবেন তিনি। স্টেইনের বিশ্বাস, তার অভিজ্ঞতা দলের কাজে আসবে। এক প্রশ্নের জবাবে স্টেইন বলেন, ‘আপনি যদি আমাদের দলের ব্যাটিং অর্ডার দেখেন, প্রথম ছয়জন যারা আছে তারা প্রত্যেকেই প্রায় এক হাজার ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু শেষ দিকের যেমন, আট থেকে এগার পর্যন্ত যারা আছেন তারা কেউই ১৫০ এর বেশি ম্যাচ খেলেনি। এই জায়গায় অভিজ্ঞ কাউকে অবশ্যই লাগবে। আশা করছি বিশ্বকাপে আমি দক্ষিণ আফ্রিকা দলের ট্রামকার্ড হয়ে উঠব। আমাকে সব ম্যাচে খেলতে হবে এমনও নয়। আমার অভিজ্ঞতা দলের কাজে আসবে। আমি শুধু দলের সঙ্গে থাকতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়