শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৮, ০২:০৭ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০১৮, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক : ভারতের রান মেশিন খ্যাত অধিনায়ক বিরাট কোহলি আবারও আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে উঠে এসেছেন। ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংলিশদের বিপক্ষে দুই ইনিংসেই ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন কোহলি। প্রথম ইনিংসে ৯৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছিলেন সেঞ্চুরি।

দারুণ এই পারফর্মেন্সের সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার পাওয়ার পাশাপাশি র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে তাঁর। ক্যারিয়ার সেরা ৯৩৭ পয়েন্ট সংগ্রহ করেছেন ভারতীয় এই অধিনায়ক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের দিক থেকে বর্তমানে কোহলির অবস্থান ১১তম। রেটিং পয়েন্টের তালিকার শীর্ষে আছেন কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ৯৬১ পয়েন্ট পেয়েছিলেন তিনি। এরপর যথাক্রমে আছেন স্টিভ স্মিথ (৯৪৭), লেন হুটন (৯৪৫), জ্যাক হবস এবং রিকি পন্টিং (৯৪২), পিটার মে (৯৪১)।

ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে ১৪৯ এবং ৫১ রানের ইনিংস খেলার পর স্টিভ স্মিথকে সরিয়ে সবার ওপরে উঠে এসেছিলেন কোহলি। কিন্তু এরপর লর্ডস টেস্টে ২৩ এবং ১৭ রান করার পর দ্বিতীয়তে নেমে আসেন তিনি। এবার ট্রেন্ট ব্রিজ টেস্টে যথারীতি নিজেকে প্রমাণ করে টপকে গেলেন স্মিথকে দ্বিতীয় বারের মতো।

এদিকে কোহলি ছাড়াও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং পেসার জাসপ্রিত বুমরাহর। ট্রেন্ট ব্রিজ টেস্টে ৫ উইকেট শিকার করার পর ২৩ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাংকিংয়ে ৫১তম অবস্থানে উঠে এসেছেন পান্ডিয়া। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরির সুবাদে অলরাউন্ডারদের তালিকার ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

অপরদিকে বুমরাহ প্রথম দুই টেস্টে বসে থাকার পর তৃতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে একাই পাঁচ উইকেট শিকার করে ইংলিশ ব্যাটিং লাইন আপে ধ্বস নামিয়েছিলেন। আর এরই সুবাদে টেস্ট বোলারদের তালিকার ৩৭তম স্থানটি দখলে নিয়েছেন তিনি।

র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলারেরও। ট্রেন্ট ব্রিজ টেস্টে ১০৬ রানের লড়াকু ইনিংসটির সুবাদে ২২ ধাপ এগিয়েে এসেছেন তিনি। বর্তমানে ৪৭ তম অবস্থানে আছেন এই তারকা ব্যাটসম্যান। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়