শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৮, ১১:৫০ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০১৮, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় সিরিয়াল বন্ধ থাকায় শিল্পীরা তাকিয়ে মমতার দিকে

সাজিয়া আক্তার: আজ বৃহস্পতিবার (২৩ আগস্ট) ভারতের বাংলা চ্যানেলের সিরিয়ালের শিল্পীদের ধর্মঘট এখনো অব্যাহত রয়েছে। এ নিয়ে ষষ্ঠ দিন ধরে স্টুডিওগুলো ফাঁকা আছে। কোনো শুটিং হচ্ছে না।

এতে বিপাকে পড়েছেন সিরিয়ালপ্রেমীরা। তারা বেশ কয়েক দিন ধরে ভারতের বাংলা সিরিয়াল দেখতে পারছেন না।

আজ বিকেলে সিরিয়াল সংশ্লিষ্ট সব পক্ষকে নবান্নে নিজের ঘরে ডেকেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিভি সিরিয়াল নিয়ে তৈরি অচলাবস্থা নিরসনে এবার সরাসরি হস্তক্ষেপ করতে যাচ্ছেন তিনি ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওতে সংস্কৃতি দফতরের বৈঠকের কথা ছিল। কিন্তু তা আর হয়নি। এখন সমস্যা নিরসনে মমতার দিকে তাকিয়ে আছে সব পক্ষই।

ওভারটাইম করে প্রাপ্য টাকা না পাওয়া, বেতন নিয়ে জটিলতা। এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে শিল্পীদের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে।

শিল্পীরা বলছেন, তাদের বকেয়া টাকা মেটানো এবং কাজের সময় ১০ ঘণ্টায় বেঁধে দিতে হবে। আর মাসের যেকোনো সাত দিন একজন শিল্পীকে দিয়ে রাতে কাজ করানো যাবে। কিন্তু প্রযোজকেরা এসব দাবির ব্যাপারে ছাড় দিতে চান না। ফলে গত শনিবার থেকে সব সিরিয়ালের শুটিং বন্ধ আছে। সিরিয়ালগুলোর কোনো নতুন পর্ব প্রচারিত হচ্ছে না। টিভি সিরিয়ালের স্লটেই পুরনো পর্বের রিপিট চলছে।

টিভি সিরিয়াল চলা, না-চলার সঙ্গে জড়িয়ে বহু কলাকুশলীর জীবিকা। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আজকের বৈঠকে কোনো মীমাংসা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে।

সূত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়