শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৮, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০১৮, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রশিদ-হযরতুল্লাহ’র দাপটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড সফরের প্রথম ম্যাচে রশিদ খান ও হযরতউল্লাহ জাঝাই সামনে থেকে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানকে জিতিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও সেই একই চিত্র। রশিদ ও হযরতউল্লাহর দাপুটে পারফরম্যান্সে দ্বিতীয় ম্যাচেও এলোমেলো আয়ারল্যান্ড। ঘরের মাঠে আয়ার‌ল্যান্ড বধ করতে এদিন যোগ দেন মুজিব-উর-রহমানও। তিন আফগান ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

বুধবার ব্রেডলিতে আগে ব্যাটিং করে আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে আয়ারল্যান্ড ঘরের মাঠে চিরচেনা কন্ডিশনে গুটিয়ে যায় মাত্র ৭৯ রানে। ৮১ রানের বিশাল জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে আফগানিস্তান।

ব্যাটিংয়ে আফগানিস্তানের শুরুটা ছিল বাজে। দলীয় ৮ রানে সাজঘরে ফেরেন মোহাম্মদ শাহজাদ (১) ও সামিউল্লাহ সেনওয়ারি (১)। তৃতীয় উইকেটে ১১৬ রানের ‍জুটি গড়েন আসগর আফগান ও হযরতউল্লাহ। ৫৪ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার হযরতউল্লাহ। ৬ চার ও ৭ ছক্কায় সাজান ইনিংসটি। তাকে ১৬তম ওভারে সাজঘরের পথ দেখান ডর্করেল। আসগর ৩৪ বলে করেন ৩৭ রান। শেষ দিকে মোহাম্মদ নবী ৫ বলে ১২ ও নাজিবুল্লাহ জারদান ১০ বলে ২০ রান করে আফগানিস্তানকে লড়াকু সংগ্রহ এনে দেন। বল হাতে আয়ারল্যান্ডের হয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন পিটার চেস।

লক্ষ্য তাড়ায় দুই স্পিনার মুজিব ও রশিদের ঘূর্ণিতে আসা-যাওয়ার মিছিলে লেগেছিল আয়ারল্যান্ড। ডানহাতি স্পিনার মুজিব ১৭ রানে নেন ৩ উইকেট। লেগ স্পিনার রশিদ ১৭ রানে নেন ৪ উইকেট। আফগান দাপটে মাথা তুলে লড়াই করেন উইলিয়ামস পোটারফিল্ড। ২৩ বলে ৩৩ রান করেন পোটারফিল্ড। ২২ রান আসে গ্যারি উইলসনের ব্যাট থেকে। এ দুই ব্যাটসম্যান বাদে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সবকটি উইকেট হারিয়ে ১৫ ওভারে ৭৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। আগামী ২৪ আগস্ট একই মাঠে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ২-০ ব্যবধানে পিছিয়ে আছে আয়ারল্যান্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়