শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৮, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০১৮, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে নিরাময় কেন্দ্রে মাদকসেবির লাশ

ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীর দারুস সালাম এলাকার জাহানারাবাদে ‘নিউ অনুসন্ধান’ নামক একটি মাদক নিরাময় কেন্দ্রে দিদার (২৭) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছেন, চিকিৎসার নামে নির্যাতন করায় দিদার মারা গেছে। তবে নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার (২৩) সকালে এই ঘটনাটি ঘটে।জানা গেছে, নিউ অনুসন্ধান নামক এই প্রতিষ্ঠানটি গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেই কার্যক্রম শুরু করে। চালুর পর থেকে এখানে কোনো রোগী না এলেও জোর করে স্থানীয় মাদক সেবীদের ধরে এনে ভর্তি করা হয়। যারা এ প্রতিষ্ঠান পরিচালনা করেন তারা প্রত্যেকেই মাদকাসক্ত।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইয়াছিন আলী বলেন, সাধারণত যারা এক সময় মাদকাসক্ত ছিলেন তারাই নিরাময় কেন্দ্র পরিচালনা করেন। রাজধানীতে যতগুলো নিরাময় কেন্দ্র রয়েছে প্রায় সবগুলোই তারা পরিচালনা করেন। দিদার বেশ কিছুদিন আগে তাদের প্রতিষ্ঠানে ভর্তি হন। মানসিকভাবে বিপর্যস্ত ছিরেন তিনি। বৃহস্পতিবার ভোরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্ম হত্যা করেন। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়