শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৮, ০৬:০৯ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০১৮, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ কোটি ইউরোতে বিলাসবহুল বিমান বিক্রি করছে কাতার

রাশিদ রিয়াজ : একটি সুপার লাক্সারি প্রাইভেট জেট বেচছে কাতার রাজ পরিবার। বিশ্বের অন্যতম জনপ্রিয় লাক্সারি জেট এই বোয়িং ৭৪৭-৮। একে অবশ্য বিমান না বলে প্রাসাদ বলাই ভাল। কোনোও যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানের মধ্যেই তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা শুরু করা যাবে। কারণ, নিজস্ব একটি ছোট হাসপাতালও রয়েছে বিমানের মধ্যেই!

বিমানটি মোট ৪৬৭ জন যাত্রী নিয়ে যেতে পারে। কিন্তু কাতার রাজ পরিবার ভিতরের জায়গা বাড়ানোর জন্য আসন অনেকটাই কমিয়ে দিয়েছে। বর্তমানে সর্বাধিক মাত্র ৭৬ জন যাত্রী এবং ১৮ ক্রু মেম্বারের বসার জায়গা রয়েছে বিমানে কম যাত্রী সংখ্যার পরিবর্তে বিমানের মধ্যেই অত্যাধুনিক সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। বিমানে রয়েছে একটি ডবল বেডরুম, একটি লিভিং রুম, মিটিং রুম। এ ছাড়াও রয়েছে ১০টি টয়লেট।

কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানের মধ্যেই তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা শুরু করা যাবে। কারণ, নিজস্ব একটি ছোট হাসপাতালও রয়েছে বিমানের মধ্যেই! এ সবের সঙ্গে বিমানের প্রত্যেকটা অংশই খুব নিখুঁত ভাবে সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে রাজকীয়তার ছাপ। জানুয়ারি ২০১৫ সালে এটা প্রথম আকাশে ওড়ে। এখনও পর্যন্ত মাত্র ৪০৩ ঘণ্টা উড়েছে এই বিমান। সে দিক থেকে বললে বিমানটি বেশ নতুন রয়েছে। তা সত্ত্বেও কেন হঠাৎ রাজ পরিবার বেচে দিতে চাইছে তা পরিষ্কার নয়। এখনও পর্যন্ত এর দাম ধার্য হয়েছে ৫০ কোটি ইউরো! কিনতে ইচ্ছুক হলে সুইজারল্যান্ডের আমাক এরোস্পেসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়