শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগে বোল্টনের হুঁশিয়ারি

সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চান ট্রাম্প, আর সেটিই করা হচ্ছে। ইসরায়েল সফররত বোল্টন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।

প্রসঙ্গত, চলতি বছর ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে এসে ইরানের ওপর আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। জুলাই থেকে কয়েকটি ধাপে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। তবে ইউরোপে থাকা মার্কিন মিত্রসহ ইরান চুক্তিতে স্বাক্ষরকারী অন্য পক্ষগুলো তা বহাল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাক্ষাৎকারে বোল্টন দাবি করেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে এরইমধ্যে ইরানের অর্থনীতি ও জনমতের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। তিনি বলেন, ‘নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়। তবে ইরান আকস্মিক কোনও পদক্ষেপ নিলে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’

চলতি মাসে ইরানের গাড়ি শিল্প, স্বর্ণ ও অন্য মূল্যবান ধাতু বাণিজ্য ও বিদেশি লেনদেনে গুরুত্বপূর্ণ মার্কিন ডলার কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করে। আগামী নভেম্বরে ইরানের তেল বিক্রি ও ব্যাংক খাতের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়