শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ঘটনায় ছিটকে পড়লেন বাবা-মা, শিশু রইল বাইকে

নিউজ ডেস্ক: দ্রুত গতিতে চলা বাইক থেকে ছিটকে পড়ে গেলেন বাবা-মা। কিন্তু শিশু রয়ে গেল বাইকের ওপরেই। শুক্রবার বেঙ্গালুরুতে এক বাইক দুর্ঘটনার ভিডিও ফুটেজে তেমনটাই দেখা গেছে। বাইকে স্ত্রী, মেয়েকে নিয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। স্ত্রী ছিলেন পেছনের সিটে। তাদের বাচ্চা ছিল বাইকের সামনে। নেলামঙ্গলা থেকে টুমাকুরু-বেঙ্গালুরু হাইওয়ে ধরে শহরের দিকে যাচ্ছিলেন তারা।

হাইওয়ে ধরে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি। হাইওয়ের বাম দিকের লেন ধরেই যাচ্ছিলেন তারা। আরিসিনাকুন্তে গ্রামের কাছে সামনে থাকা একটা স্কুটিকে ওভারটেক করতে গিয়ে বেসামাল হয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। স্কুটিচালক ছিটকে পড়েন। তার ঠিক দু'হাত দূরেই বাইক থেকে কিছুটা শূন্যে উঠে রাস্তায় ছিটকে পড়েন বাইকে থাকা নারীটি। তার পরই আছড়ে পড়তে দেখা যায় বাইক চালককে।

বাইক আরোহী এবং তার স্ত্রী ছিটকে পড়লেও বাইকের সামনে থাকা তাদের ছোট্ট বাচ্চাটি সেই অবস্থায়ই বসে ছিল। তাকে নিয়েই প্রায় ২০০ মিটার ছুটে যায়। গতিও একই ছিল। রাস্তার মাঝে এমন দৃশ্য দেখে বাকি গাড়িচালকেরাও হতবাক হয়ে যান।

বাইকটি প্রথমে একটি লরির পেছনে ধাক্কা মারতে মারতেও কোনওক্রমে রক্ষা পায়। শিশুটিকে বাইকের উপরে ওই অবস্থায় দেখে রাস্তার বাকি গাড়িগুলোও সরে যায় যাতে ধাক্কা লেগে বাচ্চাটির কোনও ক্ষতি না হয়। ২০০ মিটার যাওয়ার পর বাইকের গতি ধীরে ধীরে কমে আসে।

রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে সেটি উল্টে যায়। বাচ্চাটি পড়ে যায় ঘাসের ওপর। তার সামান্য আঘাত লেগেছে। আশপাশের লোকেরা ছুটে এসে বাচ্চাটিকে উদ্ধার করেন। স্কুটি চালক ও বাইক আরোহীর স্ত্রীর মাথায় আঘাত লেগেছে বলে জানিয়েছে পুলিশ। তারা কেউই হেলমেট পড়া ছিলেন না। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় এখনও কোন মামলা করা হয়নি। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়