শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৮, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০১৮, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে প্রধান ঈদের জামাতে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত

তপু হারুন, শেরপুর: শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বুধবার শেরপুরের প্রধান ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন শেরপুরের এর আর মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ সাহেব।

ঈদের জামাতে বক্তব্য রাখেন সাধারণ মহান জাতীয় সংসদের সম্মানিত হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর জেলা প্রশাসকের- প্রতিনিধি- ডি,ডি, এল. জি. মোঃ জিয়াউল হক, শেরপুরের পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন-উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার র্নিবাহী অফিসার হাবিবুর রহমান-সদর থানার ওসি- মোঃ নজরুল ইসলাম সহ সরকারী –বেসরকারী বিভিন্ন কমকর্তা ও কমচারী বৃন্দ ।

নামাজ শেষে গোটা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তিনি।

তিনি বলেন, ‘হে আল্লাহ, সমস্ত দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে তুমি সোনার বাংলাকে হেফাজত কর।’ এসময় মোনাজাতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শহীদদের এবং পঁচাত্তরে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের কামনা করা হয়। নেন।

এছাড়াও তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ, ঐতিহ্যবাহী মাইসাহেবা ঈদগাহ মাঠ, বাগরাকসা কাজীবাড়ী ঈদগাহ মাঠ, ইদ্রিসিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ, নবীনগর মাদ্রাসা মাঠ, দক্ষিণ নবীনগর ঈদগাহ মাঠ, খোয়ারপাড় ঈদগাহ মাঠ, কসবা মাজার ঈদগাহ মাঠ, কসবা কাঠগড় ঈদগাহ মাঠ, কসবা শাহী মসজিদ ঈদগাহ মাঠ, গৌরীপুর মিত্তিবাড়ী ঈদগাহ মাঠ, শীতলপুর ঈদগাহ মাঠ, দিঘারপাড় উত্তরপাড়া, পূর্বপাড়া, মধ্যপাড়া ও পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ, ঢাকলহাটী ঈদগাহ মাঠ, গৌরীপুর ঈদগাহ মাঠ, সজবরখিলা জামে মসজিদ মাঠ, কান্দাপাড়া ঈদগাহ মাঠ, তাতালপুর ঈদগাহ মাঠ, দমদমা কালীগঞ্জ ঈদগাহ মাঠ, মোবারকপুর ঈদগাহ মাঠ, দক্ষিণ মোবারকপুর ঈদগাহ মাঠ, মোবারকপুর নয়াপাড়া ঈদগাহ মাঠে।

এছাড়া সকাল ৮টায় পুলিশ লাইন্স ঈদগাহ মাঠ ও এগ্রিকালচার ঈদগাহ মাঠ, সকাল সাড়ে ৮টায় পুরাতন মারকাজ মসজিদ মাঠ ও বটতলা পৌরসভা মসজিদ মাঠ এবং সকাল সাড়ে ৯টায় চাপাতলী ঈদগাহ মাঠ ও মীরগঞ্জ ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

তবে ঈদগাঁ মাঠর ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু ভেতরে নিতে দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়