শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৮, ০৩:২০ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০১৮, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসর সজ্জার মতো চমৎকার ফুল ফোটে, তাই এর নাম হয়তো বাসর লতা

মতিনুজ্জামান মিটু : বাসর লতা। শক্ত লতার অলঙ্কারিক গাছ এটি। মঞ্জুরি সমান্তরাল মাচায় বাসর সজ্জার মতো চমৎকার ফুল ফোটে। তাই এর নাম হয়তো বাসর লতা। ১০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পাতার বিন্যাস লম্বাটে। মজ্ঞুরিতে সারাবছর পর্যায়ক্রমে তামাটে লাল রঙের ফুল ফোটে। পাপড়ি পুরোপুরি খোলেনা। গন্ধহীন এই লতার কাটিং থেকে চারা তৈরী করা যায়। ভারতে পাওয়া যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাজনডাঙ্গা চাঁ পাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন কালচার সেন্টারে এ লতার চারা পাওয়া যায়। ব্যাক্তি পর্যায়ের অনেক নার্সারীতেও এ লতার গাছ পাওয়া যায়। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ ড. মো. নুরুল ইসলাম বলেন, দেশে ফুল ও সৌন্দর্যবর্ধনকারি গাছের কদর ক্রমান্বয়ে বাড়ছে। বিভিন্ন অনুষ্ঠান আদিতে বর্তমানে ফুল ও লতাপাতার ব্যবহার যথেষ্ট বেড়েছে। হর্টিকালচার উইং এর উপ প্রকল্প পরিচালক (ফল ও ফুল) কৃষিবিদ এ কে এম মনিরুল আলম বলেন, নতুন কর্মসুচির আওতায় শোভাবর্ধনকারি গাছ সম্প্রসারণের চেষ্টা চলছে। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন শীর্ষক প্রকল্পের উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম বলেন, দেশে বাসর লতাসহ সৌন্দর্যবর্ধনকারি গাছের চাহিদা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়