শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৮, ১২:০৫ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০১৮, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হর্টিকালচার সেন্টারগুলো’র অপ্রয়োজনীয় গাছ অপসারণের পরামর্শে সাড়া মেলেনি

মতিনুজ্জামান মিটু : অপসারনের পরামর্শে সাড়া মেলেনি। অনেক বেশি বয়স্ক, কম প্রয়োজনীয় ফল ও বনজ গাছে ভরে আছে দেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টার। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের ন্যাশনাল কনসালটেন্ট (হর্টিকালচার) এম এনামুল হক জানান, বিভিন্ন হর্টিকালচার সেন্টার পরিদর্শন কালে সেখানে এসব গাছ অহরহ দেখা যায়।

রাজধানীর আসাদগেট এর মতো ছোট নার্সারীতেও অপ্রচলিত অতি বয়স্ক ফল ও বনজ গাছ অনেক রয়েছে। অথচ ‘হাই প্রোমেজিং’ উন্নত জাতের গাছ লাগাতে বললে সেন্টারে স্পেস নেই এমন কথা শুনতে হয়। এ চিত্র দেশের সব সেন্টারেই কম বেশি বিরাজমান। তিনি বলেন, দেশের হর্টিকালচার সেন্টারগুলো থেকে এসব গাছ অপসারন করা দরকার। এসব অপ্রয়োজনীয় গাছ অপসারণের জন্য পরামর্শ দেয়ার পরেও তাতে সাড়া মেলেনি। কল্যাণপুরের হর্টিকালচার সেন্টারে ২০০ থেকে ৩০০ বছরের অনেক অপ্রয়োজনীয় পুরানো ফজলি আম গাছ রয়েছে। অথচ এসব জাতের আম গাছের বর্তমানে কোন চাহিদা নেই বললে চলে। বারবার তাগিদ দিয়েও ওইসব গাছ অপসারন করানো যায়নি। এ বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। পুরাতন অপ্রয়োজনীয় গাছপালা অপসারণ করে সেখানে আধুনিক উন্নত জাতের ফল গাছ লাগানোর সুযোগ সৃষ্টি করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়