শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৮, ১০:১১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০১৮, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেনেড হামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে মির্জা ফখরুলের নিন্দা, প্রভাব পড়বে মামলায়

স্বপ্না চক্রবর্তী : ২১আগস্টের গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য এ মামলার রায়ে প্রভাব ফেলবে।

আজ বুধবার (আগস্ট)  ঈদুল আজহা উপলক্ষে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর পুস্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য এই মামলার রায়ে প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রীর বক্তব্য মূলত মামলার রায়কে প্রভাবিত করারই শামিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পর বিচারকেরা সঠিক রায় দিতে পারবেন না। এভাবে তথাকথিত বিচারের নামে খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারও সাজা দেওয়ার চেষ্টা চলছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে বন্দি থাকায় অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ঈদ পালন করতে হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা চেয়ারপারসনের মুক্তির জন্য প্রার্থনা করেছেন বলেও তিনি জানিয়েছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ অনেকে।

এদিকে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমগুলোকে জানান, জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বেলা ১২টায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে নেতারা পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফটকের দিকে গেলে পুলিশ সড়কে তাদের ব্যারিকেড দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়