শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৮, ০৮:১৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৮, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোক বুকে নিয়েও জনগণের সেবায় কাজ করছি : প্রধানমন্ত্রী

দেবব্রত দত্ত : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক। সবার জন্য খুশি বয়ে আনুক। আমরা অনেক শোক বুকে নিয়েও জনগণের সেবায় কাজ করে যাচ্ছি।

আজ বুধবার (২২ আগস্ট) সকালে গণভবনে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মী, বিচারক, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঈদে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে। যাতে সুষ্ঠুভাবে আপনারা ঈদ উদযাপন করতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, যারা ঈদে গ্রামের বাড়িতে গিয়েছেন, তাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিতে আমরা কাজ করছি। মানুষের সেবা করা আমাদের কাজ। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। যতদিন বেঁচে থাকি ততদিন আপনাদের যেনো সেবা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মী, কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী একই স্থানে বেলা ১১টায় বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, বিদেশি কূটনীতিক, জ্যেষ্ঠ সচিব এবং সচিব পদমর্যাদার বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়