শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৮, ০৭:০৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৮, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েনায় ২১ শে আগস্ট স্মরণে আলোচনা সভা

আনিসুল হক, ভিয়েনা (অষ্ট্রিয়া) থেকে : শোকাবহ পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে অষ্ট্রিয়া আওয়ামী লীগ। এই কলংকিত দিনটি উপলক্ষে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাংলাবাজার হলে ২১ আগস্ট দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, আয়েবার সহ-সভাপতি আহমেদ ফিরোজ, সাইফুজ্জামান প্রমুখ।

সভায় এম. নজরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক শক্তির নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একাত্তরের পরাজিত শক্তি একুশে আগস্ট ইতিহাসের ঘৃণ্যতম হত্যাযজ্ঞ চালিয়েছিল।’ তিনি বলেন, ‘আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, হত্যার রাজনীতিতে বিশ্বাসীদের আস্থায় আনা যাবে না। জঙ্গীবাদের দোসরদের আগামীতে নির্বাচিত করা যাবে না, মনে রাখতে হবে, জঙ্গীবাদের মদদদাতারা কোনোদিন চরিত্র বদল করতে পারে না।’

খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলায় পেছনে মুখ্য ভূমিকা পালনকারী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।  সভায় একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়