শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৮, ০২:৩৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০১৮, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চামড়া পাচার প্রতিরোধে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

আজিজুল হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত পথে  কোরবারনর পশুর চামড়া যাতে ভারতে পাচার হতে না পারে এজন্য  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পাশাপাশি পুলিশেরও থাকছে বাড়তি নিরাপত্তা।

মঙ্গলবার  দুপুরে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও পোর্টথানা পুলিশ। ঈদের দিন থেকে পরবর্তী প্রায় একমাস যাবত এই নিরাপত্তা ব্যবস্থা
জোরদার থাকবে  বলেও জানা গেছে।

২১ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ মঙ্গলবার সকালে  বলেন, বেনাপোলের পুটখালী সীমান্ত ও তার অধিনাস্ত এলাকা দিয়ে যাতে  কোনভাবে  কোরবানির পশুর চামড়া ভারতে পাচার হতে না পারে তার জন্য সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবি সতর্ক অবস্থায় থাকবে।

এদিকে চামড়া পাচার প্রতিরোধে বিজিবির পাশাপাশি পুলিশও সতর্ক অবস্থায় থাকছে।এজন্য ঈদের দিন থেকে যতদিন পর্যন্ত পাচারের সম্ভবনা থাকবে পুলিশের আলাদা ডিউটি দেওয়া হবে বলে জানিয়েছে বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম।

জানা যায়, যশোরের ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী এলাকা দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকে প্রতিবার। এর আগে পাচারের সময় পুটখালী সীমান্তে বিজিবির হাতে আটকও হয়েছে চামড়ার চালান।  তবে এবছর এ সীমান্তে ক্রাইম ফ্রী জোন উদ্বোধন ও বিজিবি- বিএসএফের যৌথ টহলে চোরাচালান অনেকাংশে কমে এসেছে বলে জানা যায়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়