শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৮, ০২:২৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০১৮, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চামড়া পাচার প্রতিরোধে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

নাজমা হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত পথে কোরবানি পশুর চামড়া যাতে ভারতে পাচার হতে না পারে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পাশাপাশি পুলিশেরও থাকছে বাড়তি নিরাপত্তা।

মঙ্গলবার দুপুরে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও পোর্ট থানা পুলিশ। ঈদের দিন থেকে পরবর্তী প্রায় একমাস এই নিরাপত্তা ব্যবস্থা
জোরদার থাকবে বলেও জানা গেছে।

২১ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ মঙ্গলবার সকালে বলেন, বেনাপোলের পুটখালী সীমান্ত ও তার অধিনাস্ত এলাকা দিয়ে যাতে কোনভাবে কুরবানি পশুর চামড়া ভারতে পাচার হতে না পারে তার জন্য সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবি সতর্ক অবস্থায় থাকবে।

এদিকে চামড়া পাচার প্রতিরোধে বিজিবির পাশাপাশি পুলিশও সতর্ক অবস্থায় থাকছে।এজন্য ঈদের দিন থেকে যতদিন পর্যন্ত পাচারের সম্ভবনা থাকবে পুলিশের আলাদা ডিউটি দেওয়া হবে বলে জানিয়েছে বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম।

জানা যায়, বেনাপোলের পুটখালী এলাকা দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকে প্রতিবার। এর আগে পাচারের সময় পুটখালী সীমান্তে বিজিবির হাতে আটকও হয়েছে চামড়ার চালান। তবে এবছর এ সীমান্তে ক্রাইম ফ্রি জোন উদ্বোধন ও বিজিবি- বিএসএফের যৌথ টহলে চোরাচালান অনেকাংশে কমে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়