শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৮, ০১:৫১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০১৮, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঁধুর মস্তকচ্ছেদ করলে ৫ লাখ টাকা দেবে বজরং দল

রাশিদ রিয়াজ : ভারতের কংগ্রেস নেতা ও সাবেক ক্রিকেটার নভজোত সিং সিঁধু পাকিস্তান সফরে গিয়ে সেদেশের সেনাপ্রধানের সঙ্গে আলিঙ্গন করায় তার মস্তকচ্ছেদ করতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বজরং দলের আগ্রা শাখার জেলা সভাপতি সঞ্জয় জাট এক ভিডিও বার্তায় ওই ঘোষণা দেন।

ভিডিওতে পাঁচ লাখ টাকার চেকও দেখানো হয়েছে। সিঁধুর মস্তক কেটে তার কাছে আনলে তাকে তিনি ওই চেক পুরস্কার হিসেবে দেবেন। সঞ্জয় জাট বলেন, ‘শত্রু দেশের সেনাবাহিনীর প্রধানকে সিঁধু কীভাবে আলিঙ্গন করতে পারেন? যিনি আমাদের সেনা জওয়ানদের মৃত্যুর জন্য দায়ী। সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের মানুষজন ওই ঘটনায় মানসিকভাবে আহত হয়েছেন। এধরনের বিশ্বাসঘাতকের মতো কাজ তারা কখনো ক্ষমা করবে না।’

বজরং দলের ওই নেতা সিঁধুর বিধায়ক পদ খারিজ করে তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা উচিত বলেও মন্তব্য করেছেন। গত শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নেন ইমরান খান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও পাঞ্জাবের মন্ত্রী নবজোত সিং সিঁধু। সেখানে তিনি পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করেন। কাশ্মির সীমান্তে পাক সেনার গুলিতে প্রায়শই ভারতীয় সেনা জওয়ানরা নিহত হওয়ায় পাক সেনা প্রধান বাজওয়াকে আলিঙ্গন করা নিয়ে বিজেপি’র পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, ‘না জেনে পাক অধিকৃত কাশ্মিরের প্রেসিডেন্টের পাশে সিঁধু বসে থাকতে পারেন। কিন্তু, পাক সেনাপ্রধানকে আলিঙ্গনের সঙ্গে আমি সহমত নই। পাক সেনাবাহিনীর সঙ্গে এই ধরনের সহানুভূতি সিঁধুর ঠিক হয়নি। প্রতিদিন আমাদের জওয়ানরা শহিদ হচ্ছে। সেজন্য আমি পাক সেনাবাহিনীর প্রধান বাজওয়াকে আলিঙ্গনের বিরোধী।’

এদিকে, সিঁধুর সমর্থনে রাজ্যসভার সদস্য প্রতাপ সিং বাজওয়া বলেছেন, ‘ওরা যদি সিঁধুর আলিঙ্গনে অসন্তুষ্ট হন তাহলে পাকিস্তানে সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আলিঙ্গন করেছিলেন কেন তার জবাব দিন। পাকিস্তান সফরে যদি এতই আপত্তি তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় সিঁধুকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিয়েছিল কেন?’

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এম এস গিল পাক সেনাপ্রধানের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫০তম জন্মদিনে পাকিস্তানের কারতারপুরে অবস্থিত গুরুদোয়ারায় যাওয়ার জন্য সড়ক খুলে দেয়ার প্রস্তাব দিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়া। ভারত সরকার কেন ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিল না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন শ্রী গিল।

বেশ কয়েকবার পাকিস্তান সফর করা এম এস গিল বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে কখনো এধরণের পদক্ষেপ নেয়া হয়নি। মুসলিমদের কাছে মক্কা আছে, হিন্দুদের কাছে তিরুপতি আছে, কিন্তু ক্ষুদ্র শিখ সম্প্রদায় পাকিস্তানের কারতারপুর সাহিবে যেতে বঞ্চিত কেন?’

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়য়ের সিনিয়র অধ্যাপক ড. গৌতম পাল আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে বলেন, ‘ইমরান খানের শপথ অনুষ্ঠানে সিঁধু যাওয়ায় আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। এটা একটা সৌহার্দপূর্ণ আচরণ। সিধু আমাদের একজন দায়িত্বশীল ক্রিকেটার ছিলেন, তিনি একটা রাজনৈতিক দল ও মন্ত্রিসভার সদস্য। তার প্রতি এধরনের আচরণ একটা বিদ্বেষমূলক আচরণ। এ ধরণের কথাবার্তা যারা বলছেন, তারা আসলে ভারত বিদ্বেষী। তারা ভারতের জনগণের সঙ্গে তারা দ্বিচারিতা করছেন।’

অধ্যাপক ড. গৌতম পাল বলেন, ‘ভারতে একটা চরম অস্থিরতা চলছে। সাম্প্রদায়িক অস্থিরতা, ভাষা ভিত্তিক অস্থিরতা, জাতিভিত্তিক অস্থিরতা, ধর্মীয় অস্থিরতা চলায় ভারতীয় নাগরিকরা একটা সঙ্কটের সম্মুখীন হচ্ছেন। আমাদের যে সংবিধান সেটাকে কিন্তু আমরা চ্যালেঞ্জ করছি। সঙ্ঘ পরিবার, বিজেপিসহ প্রত্যেকেরই উচিত সংবিধান মেনে চলা। যারা সংবিধান বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক দিক থেকে সংশ্লিষ্ট রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।’ পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়