শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৮, ০১:০২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০১৮, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্জ্য অপসারণ : উত্তরের কন্ট্রোল রুমের নম্বর ৯৮৩০৯৩৬

দেবব্রত দত্ত : কোরবানির পশুর বর্জ্য অপসারণে আঞ্চলিক কার্যালয়, অঞ্চল-৩ (মহাখালী)-এ অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ৯৮৩০৯৩৬।

সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, উক্ত নম্বর ছাড়া পাঁচটি আঞ্চলিক কার্যালয় ও ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলরদের অফিস কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার করা হবে।

এছাড়া দ্রুত বর্জ্য অপসারণ ও এ সংক্রান্ত সহযোগিতার জন্য কেন্দ্রীয় কন্ট্রোল রুম ছাড়াও কয়েকটি মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হচ্ছে-অঞ্চল-১ (উত্তরা) ০১৭১৭১০২০২৫; অঞ্চল-২ (মিরপুর) ০১৭১১৩১৩২৮৯; অঞ্চল-৩ (মহাখালী) ০১৯২৩১১৩৬৩৬; অঞ্চল-৪ (মিরপুর) ০১৭৩৩৮৯৫৫৩২; অঞ্চল-৫ (কারওয়ান বাজার) ০১৭১১৫৭৭৪৭৪।

প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা বলেন, এই নম্বরগুলো ওয়েবসাইট ও লিফলেটের মাধ্যমে জনসাধারণকে জানানো হয়েছে।

জনগণ যাতে নির্বিঘেœ ঈদ উদযাপন করতে পারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা/কর্মচারিরা ঈদের ছুটিকালীন কর্মস্থলে অবস্থান করে সরকারি দায়িত্ব পালন করবেন।
গণমাধ্যমের সাহায্যে জনগণকে কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য এই সংবাদ সম্মেলন ছাড়াও ২৩ আগস্ট ঈদের পরের দিন বিকেল ৩টায় আরেকটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়