শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ১০:৫৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোফায়েলের বক্তব্যে রিজভীর বিষোদগার

সাব্বির আহমেদ : বাণিজ্যমন্ত্রীর গতকালের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তোফায়েল আহমদ বলেছেন বিএনপি নাকি ক্ষমতায় এলে প্রথমদিনই লক্ষ লোক হত্যা করবে। আমার বক্তব্য হচ্ছে, এ উদ্ভট তথ্য তিনি কোথায় পেলেন। গুজব রটনার অভিযোগে যদি প্রখ্যাত আলোকচিত্রী, শিল্পি ও ছাত্র-ছাত্রীদের গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন করা হয়। তাহলে অসত্য উদ্ভট ও সমাজের মধ্যে উসকানি ও আতঙ্ক ছড়িয়ে গুজব সৃষ্টিকারী তোফায়েল আহমদের মতো একজন সিনিয়র রাজনীতিবিদের ব্যাপারে সরকার কি কোন পদক্ষেপ গ্রহন করবে? তোফয়েল আহমদের এ বক্তব্য হিংসা ছড়িয়ে দেওয়ার নামান্তর।

মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, চোরাবালিতে ডুবতে থাকা সরকার খরকুটা ধরে বাঁচার জন্য বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। বিএনপির নামে ভয়ভীতি দেখিয়ে তোফায়েল সাহেবরা তাদের উজ্জীবিত রাখতে চাচ্ছেন। কিন্তু বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে অপপ্রচার করে পার পাওয়া যাবে না। সরকারের মসনদ টিকিয়ে রাখা যাবে না।

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষ চরম দুর্ভোগে বাড়ি ফিরছেন। সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুধু বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কুৎসা রটনায় ব্যস্ত। ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো সিনিয়র সিটিজেনকে অবরুদ্ধ করে যাচ্ছেন। এদিকে সড়কে লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে। গতকালও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮জন। গুরুতর আহত হয়েছেন শতাাধিক। সড়কের বেহাল অবস্থা ও সড়ক মন্ত্রণালয়ের অব্যবস্থপনাই দূর্ঘটনার মূল কারণ। সড়কে মানুষকে নিরাপদে ফিরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়