শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ১০:৪৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোট হজ পালনকারীর সংখ্যা ২৩ লাখ ৭১ হাজার ৬৬৫ জন

বিশ্বজিৎ দত্ত : এ বছর হজে মহিলাদের উপস্থিতি বেড়েছে। সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষের হিসাব অনুযায়ি এবছর হজ পালন করছেন ২৩ লাখ ৭১ হাজার ৬৭৫ জন। এরমধ্যে নারী হজযাত্রী হলেন, ১০ লাখ ৪৪ হাজার ৫৪৮ জন। পুরুষ হজযাত্রী ১৩ লাখ ২৭ হাজার ১২৭ জন। সৌদি কর্তৃপক্ষের হিসাবে গত বছরের চেয়ে এ বছর নারী হজযাত্রী বৃদ্ধি পেয়েছে ১০ হাজার। বিশেষ করে সৌদিআরবের নারীদের উপর থেকে কতিপয় বিধিনিষেধ উঠে যাওয়ায় স্থানীয় নারীরা এবছর বেশি হজে এসেছেন।

সৌদি আরবে মোট হজ যাত্রীদের মধ্যে বিভিন্ন দেশ থেকে হজে এসেছেন, ১৭ লাখ ৫৮ হাজার ৭২২ জন। সৌদি স্থানীয় নাগরিক হজ করছেন, ৬ লাখ ১২ হাজার ৯৫৩ জন। এশিয়ান দেশগুলো থেকে হজ করছেন, ১০ লাখ ৪৯ হাজার ৪৯৬ জন। সৌদি ডিরেক্টর জেনারেল অব পাসপোর্টের হিসাব অনুযায়ী, এবছর সৌদি আরবের বাইরে থেকে হজ পালন করছেন ১৬ লাখ ৫৭ হাজার ৮৪৭ জন। যা গত বছরের চেয়ে ১৪ হাজার৫৯ জন কম। পার্সেন্টেজের হিসাবে গত বছরের চেয়ে এ বছর হজযাত্রী কমেছে দশমিক ১ শতাংশ। মক্কায় এবছর আকাশ পথে হজে গিয়েছেন, ১৫ লাখ ৫৮ হাজার ২৪ জন। সড়ক পথে গিয়েছেন, ৮৩ হাজার ৬৬০ ও সমুদ্র পথে গিয়েছেন ১৬ হাজার ১৬৩ জন।

অন্যদিকে বাংলাদেশের এ বছর হজ যাত্রী যাওয়ার কথা ছিল ১ লাখ ২৭ হাজার। বাংলাদেশের ধর্মমন্ত্রণালয়ের হিসাবে হজ যাত্রী গিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮ ৭৬ জন। যা গত বছরের চেয়ে প্রায় ৭ হাজার বেশি। গত বছর হজে গিয়েছিলেন, ১ লাখ ১৭ হাজার জন। বাংলাদেশের হাজিরা সবাই আকাশ পথেই মক্কা গিয়েছেন।

মক্কা চেম্বার অব কমার্সের হিসাব অনুযায়ি,গত বছর হাজিরা ম্ক্কায় মোট ব্যয় করেছিল ২৩ বিলিয়ন মার্কিন ডলার। যা থেকে সৌদি সরকারের আয় হয়েছিল ১২ বিলিয়ন ডলার। তাদের হিসাব অনুযায়ি, বিদেশিরা হজ বাবাদ ম্ক্কায় মাথাপিছু খরচ করেন, ৪ হাজার ৬০০ ডলার। আর সৌদি আরবের লোকজন মাথাপিছু খরচ করেন ১ হাজার ৫০০ ডলার।

তাদের হিসাবে, ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি হাজি হজ করেন। তাদের সংখ্যা মোট হাজির ১৪ শতাংশ, এরপরে রয়েছেন পাকিস্তান ও ভারত। তাদের মোট হাজির সংখ্যা ১১ শতাংশ করে। বাংলাদেশ থেকে হজে যায় মোট হজ যাত্রীর ৮ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়