শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে আ’লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১

নরসিংদীতে প্রতিনিধি: নরসিংদীর চরাঞ্চল অনন্তপুর গ্রামে আ’লীগ ও বিএনপি সমর্থিত দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গুরুত্বর আহত ৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত মোহাম্মদ আলী (৩০) অন্তরামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীর হোসেনের সমর্থক। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতা ও মামলার জের ধরে সদর উপজেলার চরাঞ্চল চরদীগলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীর হোসেনের সঙ্গে একই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি নেওয়াজ আলী মেম্বারের দন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গত কয়েক মাসে উভয়গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর থেকে বিএনপি সমর্থিতরা গ্রাম ছাড়া হয়ে পড়ে।

কোরবানির ঈদকে ঘিরে নেওয়াজ আলী মেম্বারের সমর্থকরা গ্রামে ফিরে। এই নিয়ে আবারও উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে আজ মঙ্গলবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীর হোসেনের সমর্থক মোহাম্মদ আলী মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষ ব্যাপক আকারে রুপ নেয়। এসময় উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের পার্শ্ববর্তী উপজেলা নবীনগর, বাঞ্ছারামপুর, নরসিংদী সদর ও জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। মাধবদী থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আবুল কালাম বলেন, সংঘর্ষে একজন নিহতসহ বেশ কিছু লোকজন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়