শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০৭:১১ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে এহসান মানি

স্পোর্টস ডেস্ক : গতকাল সোমবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজাম শেঠি। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই পিসিবি প্রধান থাকা হবে না শেঠির এমন গুঞ্জন ছিল। সে গুঞ্জন সত্যি করেই সোমবার পদত্যাগ পত্র জমা দেন শেঠি। নাজাম শেঠি পদত্যাগ করায় পিসিবির নতুন চেয়ারম্যান হয়েছেন আইসিসির প্রাক্তন সভাপতি এহসান মানি। প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই এক টুইট করে বিষয়টি নিশ্চিত করেন।

ইমরান খানের সঙ্গে শেঠির সুসম্পর্ক নেই দীর্ঘদিন। রাজনৈতিক কারণেই এ তিক্ততা। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ হিসেবে পিসিবির চেয়ারম্যান পদে বসেন শেঠি। বর্তমান টার্মের আগে ২০১৩ এবং ২০১৪ সালে পিসিবির চেয়ারম্যান ছিলেন তিনি। পিসিবির গঠনতন্ত্রে আছে, চাইলে প্রধানমন্ত্রী পিসিবির চেয়ারম্যানের পদে পরিবর্তন আনতে পারবেন। নতুন প্রধানমন্ত্রী ইমরান খান চাইলেই সেই জায়গায় পরিবর্তন আনতে পারতেন। তার আগেই শেঠি পদত্যাগ করে নিজ থেকে সরে দাঁড়ালেন।

এহসান মানি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৮৯ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি ছিলেন আইসিসিতে পিসিবির প্রতিনিধি। বিগ থ্রির বিরুদ্ধে তার অবস্থান ছিল দৃঢ়। বিষয়টি নিয়ে আইসিসি কড়া সমালোচনা করেছিলেন মানি। পিসিবি ওয়েবসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়