শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০৬:৪৭ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভীর প্রশ্ন : এ উদ্ভট তথ্য তোফায়েল আহমেদ কোথায় পেলেন

শাহানুজ্জামান টিটু : বিএনপি নাকি ক্ষমতায় এলে প্রথমদিনই লক্ষ লোক হত্যা করবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর এই বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি বাণিজ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, এ উদ্ভট তথ্য তিনি কোথায় পেলেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ প্রশ্ন করেন।
বিএনপির মুখপাত্র জানতে চান বলেন, গুজব রটনার অভিযোগে যদি প্রখ্যাত আলোকচিত্রী, শিল্পি ও ছাত্র-ছাত্রীদের গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন করা হয়। তাহলে অসত্য উদ্ভট ও সমাজের মধ্যে উসকানি ও আতঙ্ক ছড়িয়ে গুজব সৃষ্টিকারী তোফায়েল আহমদের মতো একজন সিনিয়র রাজনীতিবিদের ব্যাপারে সরকার কি কোন পদক্ষেপ গ্রহণ করবে?
তোফায়েল আহমদের এ বক্তব্য হিংসা ছড়িয়ে দেওয়ার নামান্তর এমন্তব্য করে রিজভী বলেন, চোরাবালিতে ডুবতে থাকা সরকার খরকুটা ধরে বাঁচার জন্য বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। অত্যাচারিত জনগণের অন্ত:রুদ্ধ ক্ষোভের ভীত সন্ত্রস্ত আওয়ামী লীগ কর্মীদের চাঙ্গা করার জন্যই এখন বিএনপির নামে ভয়ভীতি দেখিয়ে তোফায়েল সাহেবরা তাদের উজ্জীবিত রাখতে চাচ্ছেন। কিন্তু বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে অপপ্রচার করে পার পাওয়া যাবে না। গণতন্ত্রের লাশের উপর এই অবৈধ সরকারের মসনদ টিকিয়ে রাখা যাবে না।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষ চরম দুর্ভোগে বাড়ি ফিরছেন। সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব শুধু বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কুৎসা রটনায় ব্যস্ত। ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো সিনিয়র সিটিজেনকে অবরুদ্ধ করে যাচ্ছেন। এদিকে সড়কে লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে। গতকালও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮জন। গুরুতর আহত হয়েছেন শতাাধিক।

তিনি বলেন, সড়কের বেহাল অবস্থা ও সড়ক মন্ত্রণালয়ের অব্যবস্থপনাই দূর্ঘটনার মূল কারন। সড়কে মানুষকে নিরাপদে ফিরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের সাহেব। তিনি কয়েকদিন আগে বলেছিলেন এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। কিন্তু আমরা কি দেখলাম প্রতিবারের মতো এবারের ঈদ যাত্রাও হয়েছে দুর্বিসহ বেদনাদায়ক। ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে অনেক বাড়িতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়