শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০৫:৫৩ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাড়ির টানে বাড়ি ফেরা, পথে পথে বিড়ম্বনা তিল ধারণের ঠাই নাই মাওয়া ফেরিঘাটে

মো. ইউসুফ আলী বাচ্চু: ঈদের বাকি আর মাত্র কয়েক ঘন্টা । মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এই ঈদুল আজহা। তাই এই কর্মব্যস্ত জীবনের ছুটির ফাঁকে ঈদের আনন্দের ভাগাভাগির জন্য মানুষ ফিরছে তার আপনজনের কাছে।

আর এই আনন্দ ভাগাভাগির জন্য নিতে হচ্ছে অনেকটা ঝুঁকি। ঘরমুখো মানুষের চাপে তিল ধারণের ঠাই নাই মাওয়া ফেরিঘাট এলাকায়। আর এই সুযোগে এক শ্রেণীর মুনাফাখোর বাস মালিক, লঞ্চ মালিক, স্পিড বোর্ড মালি হাতিয়ে নিচ্ছে নির্ধারিত ভাড়ার চাইতে দ্বিগুণ, তিনগুণ বেশি টাকা।

সরেজমিনে দেখা যায়, গুলিস্থান থেকে মাওয়া ফেরিঘাট স্বাভাবিক ভাড়া ৭০ টাকা কিন্তু সখানে আদায় করা হচ্ছে ২৫০- ৩০০ টাকা। আবার কিছু অসাধু চক্র বাস সংকট দেখিয়ে সাধারণ যাত্রীদের হয়রানি করছে ফলে বেশি ভাড়া দিতে বাধ্য হয়।
মাওয়া ঘাটের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে এ বিষয় প্রশ্ন করা হলে তিনি কৌশলে এড়িয়ে যান।

ভুক্তভোগী লঞ্চযাত্রী শিল্পী বেগম বলেন, বহুত কষ্টে লঞ্চে উঠছি তার পরও ভাড়া স্বাভাবিকের তুলনায় বেশি। আগে ভাড়া ছিল ৩০ টাকা এখন নিচ্ছে ৪৫ টাকা।

এ বিষয় জানতে চাইলে খাজা লঞ্চের সুপারভাইজার কালু শেখ বলেন, ঈদের সময় তো একটু বেশি নিচ্ছি। সবাই তো ঈদ বোনাস পায় আমাদের তো আর বোনাস দেয়না মালিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়