শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যয় কমাতে মাত্র ২ জন গৃহকর্মী রাখবেন ইমরান খান

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার(২১আগস্ট) বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনে থাকবেন না, বরং মিলিটারি সেক্রেটারির বাসভবনে থাকবেন। আর প্রধানমন্ত্রী বাসভবনের ৫২৪ গৃহকর্মীর মাত্র ২ জন রাখবেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান নির্বাচনে বিজয়ী হওয়ার শুরু থেকেই মিতব্যয়ের ঘোষণা দিয়ে আসছেন। প্রথমে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর বিলাসবহুল বাংলোর পরিবর্তে বানিগালায় তার নিজের বাড়িতে থাকবেন।
মিলিটারি সেক্রেটারির বাসভবনে থাকার ঘোষণা দিয়ে ইমরান বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলো বলছে সেখানে থাকলে আমার জীবন হুমকির মধ্যে পড়বে। একারণে আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

তার মতে, রাষ্ট্রীয় ভবন ও অবকাশযাপন কেন্দ্রকে ভাড়া দেয়া হলে তা থেকে দেশের ভালো আয় হবে।
ইমরান বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনে ৫২৪ গৃহকর্মী এবং ৮০টি গাড়ি রয়েছে।
‘প্রধানমন্ত্রীর ৩৩টি বুলেটপ্রুফ গাড়ি রয়েছে। উড়ার জন্য আমাদের রয়েছে হেলিকপ্টার এবং বিমান। আমাদের গভর্নর হাউজগুলো বিশাল এবং সম্ভাব্য সব বিলাসের ব্যবস্থা রয়েছে’ বলে জানান তিনি।
ইমরান খান বলেন ‘একদিকে আমাদের জনগণের জন্য খরচ করার মতো টাকা নেই, অন্যদিকে আমাদেরই একদল মানুষ উপনিবেশিক আমলের প্রভুদের মতো জীবন যাপন করছেন।’

তিনি বলেন, ‘আমরা কিভাবে থাকি দেখুন। আমাদের প্রধানমন্ত্রীরা বিদেশ সফরের জন্য কত টাকা খরচ করে জানেন? এরা ৬৫ কোটি ডলার কোথায় খরচ করেছেন? স্পিকারের জন্য বরাদ্দকৃত ১৬ কোটি ডলার তিনি কোথায় খরচ করেছেন? তারা কি বিদেশের মাটিতে যুদ্ধ জেতেন?’

নিজের এবং দেশের খরচ তিনি কিভাবে কমাবেন তা ব্যাখ্যা করতে গিয়ে ইমরান বলেন, ‘আমি ৫২৪ জনের মধ্য থেকে আমার জন্য দু’জন গৃহকর্মী রাখব। একটা তিন বেডরুমের বাড়িতে থাকব। আমাকে দু’টি গাড়ি রাখতে হবে। কারণ, গোয়েন্দা সংস্থাগুলো বলছে, আমার জীবনের ঝুঁকি রয়েছে। আমি চাইছিলাম বানিগালা ছেড়ে না যেতে, কিন্তু এখন বাধ্য হচ্ছি।’

তিনি জানান, তার সরকার বাকি সব বুলেটপ্রুফ গাড়ি নিলামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেবে। গভর্নর হাউজগুলো যথাসম্ভব ছিমছামভাবে রাখা হবে বলেও জানান ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া ইমরান।সূত্র: পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়