শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০৩:৪৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগীদের সুবিধার্থে ঈদের পরদিন চালু থাকবে বঙ্গবন্ধু মেডিক্যালের বহির্বিভাগ

সাব্বির আহমেদ : রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আযহা-এর ছুটিতেও খোলা থাকবে। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ঈদের পরদিন হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখার জন্য সম্মানিত পরিচালক ( হাসপাতাল) এবং সম্মানিত বিভাগীয় চেয়ারম্যানগণকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সোমবার মেডিকেল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস এবং হাসপাতালের বহির্বিভাগ (২১ ও ২২ আগস্ট ২০১৮) ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। আগামী শনিবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রচলিত নিয়মে খোলা থাকবে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদ উল আযহার দিন (ঈদের দিন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, আগামী শনিবার ২৫ আগস্ট সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যগণ এবং কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং স্টাফ ও কর্মচারী এবং অধ্যায়ণরত রেসিডেন্ট ও ছাত্রছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়