শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০৩:৩৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান বোর্ড থেকে পদত্যাগ করে কথা রাখলেন নাজাম শেঠি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজাম শেঠি। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নাজাম শেঠির ভাগ্য অনিশ্চিত ছিল। কারণ তার সাথে শেঠির সম্পর্ক খুব একটা সুখকর ছিল না।

ইমরানের হস্তক্ষেপের আগে নিজ থেকেই পদত্যাগ করেছেন পিসিবি এই চেয়ারম্যান। ইতিমধ্যেই তিনি তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হতে চলেছেন সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম।

এমনটাই জানানো হয়েছে পাকিস্তানি গনমাধ্যমে। ১৯৯২ সালে অধিনায়ক ইমরান খানের হাত ধরেই নিজেদের প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল পাকিস্তান। সেই দলে ইমরানের সঙ্গী ছিলেন ওয়াসিম আকরামও।

তিনি নিজেও দেশকে নেতৃত্ব দিয়েছেন লম্বা সময়। ইমরানের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে তার। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এক প্রকার ভাগ্য খুলে গেছে এই সাবেক অলরাউন্ডারের।

২০১৩-১৪ পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যান পদ সামলেছিলেন শেঠি। তারপর অর্থাৎ ২০১৪ শাহরিয়ার খান পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত বছর ৩০তম পিসিবি চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্ব পান শেঠি।

এবার নিজের ইচ্ছাতেই পদত্যাগ করতে হয়েছে পিসিবির এই চেয়ারম্যানের। এদিকে গত ২১ জুন পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী। সেখানে তিনি পিসিবি পুনর্বিন্যস্ত করার অঙ্গীকার করেছিলেন।

তিনি প্রশাসনিক কাঠামোতে ব্যপক পরিবর্তনের আভাষ দিয়েছেন। পিসিবির শীর্ষ পদে সাবেক ক্রিকেটারদের নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। সেই বৈঠকে পিসিবি প্রধান নির্বাচক ইনজামামুল হক, ওয়াসিম আকরাম, রমিজ রাজা, ওয়াকার ইউনুস, মুশতাক আহমেদ, জাভেদ মিয়াঁদাদ উপস্থিত ছিলেন। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়