শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সুজন কৈরী : রাজধানীর হানিফ ফ্লাইওভার থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ মোঃ ফিরোজ আলম (৪০) ও আমির হোসেন ওরফে কাল্টু (৩০) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান।

র‌্যাব-১০ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, সোমবার র‌্যাব-১০ এর ধলপুরের সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ীদের একটি চক্র কক্সবাজার থেকে কাভার্ড ভ্যানে করে ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসবে এবং কাভার্ড ভ্যানটি কমলাপুরের দিকে যাবে। ওই সংবাদের ভিত্তিতে হানিফ ফ্লাইওভারের গোলাপবাগ টোল প্লাজার সামনে তল্লাশী চৌকি স্থাপন করা হয়। পরে কাভার্ড ভ্যানটি পৌছানোর পর এর মালিক ফিরোজ আলম ও হেল্পার আমির হোসেনকে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট এবং ৫ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কক্সবাজারের বড় মাদক ব্যবসায়ী কামাল, হিসাম ও নবীর সহযোগীতায় মায়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবার চালান সংগ্রহের পর তাদের কাভার্ড ভ্যানে থাকা গোপন বক্সে করে ঢাকায় এনে তার সহযোগী পেশাদার মাদক ব্যবসায়ীদের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। র‌্যাব জানতে পেরেছে যে, তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়