শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০৩:০৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যুতে ফখরুলের শোক

সাব্বির আহমেদ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে নিবেদিতপ্রাণ এম এ রব মিয়া তাঁর রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিদায়ে যেভাবে নিবেদিত ছিলেন। সেজন্য এলাকাবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
সোমবার এক এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান-এর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাঁর বলিষ্ঠ অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম এম এ রব মিয়ার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বিএনপি‘র ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী এম এ রব মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গকে সমবেদনা জানান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়