শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০৩:৫০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁকা হচ্ছে রাজধানী, বাস-লঞ্চ-ট্রেনে উপচে পড়া ভীড়

জাহিদ হাসান : আর মাত্র একদিন পরই ঈদুল আজহা। ফলে কোরবানির ঈদে ঘরেফেরা মানুষের স্রোত মিলেছে রাজধানীর প্রবেশমুখ গাবতলী, সায়েদাবাদ, কমলাপুর ও সদরঘাটে। পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে অনেকেই ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন। কর্মজীবীরা আজ অফিস শেষ করে রাজধানী ছাড়ছেন। ফলে ঈদে ঘরমুখো মানুষের বাস, লঞ্চ, ট্রেনে উপড়া পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

সোমবার সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, নাড়ির টানে মানুষের জন¯্রােতে পরিণত হয়েছে গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল, দক্ষিণবঙ্গের বাস টার্মিনাল সায়েদাবাদসহ লঞ্চ টার্মিনাল সদরঘাটেও।
সকাল থেকেই টার্মিনালগুলোতে বাড়তে থাকে যাত্রীদের ভীড়। বিকেল নাগাদ তা জনসমুদ্রে রূপ নেয়। কাউন্টারগুলোও মানুষে টইটুম্বুর। তবে অধিকাংশ যাত্রীর স্থান হয়েছে সড়ক ও ফুটপাতে। যে যা পারছেন তাতেই উঠে পড়ছেন। কর্তব্যরত পুলিশ সদস্যদের সামনেই ট্রাকে, পিকাপে, বাসের ছাদেও যাত্রীদের উঠতে দেখা যায়।

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভীড়। অনেকেই টিকিট না পেয়ে উঠে পড়েছে ট্রেনের ছাদে। কেউ বা ঝুঁলে ঝুলে বাড়ি যাচ্ছেন ঈদ আনন্দ উপভোগ করতে।

এদিকে সদরঘাট থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভীড়। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ঈদে ঘরমুখো চঞ্চলতা। হাতে ব্যাগ, চোখে কাউন্টার খোঁজার চাহুনি। আবারও কারো কারো দুই হাত ভর্তি ব্যাগও দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়