শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০১:১১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের শুল্কারোপ মার্কিন অর্থনীতিতে আঘাত হানবে: সমীক্ষা

 

ইফ্ফাত আরা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ মার্কিন অর্থনীতিতে আঘাত হানবে বলে উদ্বেগ প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। সোমবার এক সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়।

বেইজিং এর সঙ্গে পাল্টা ব্যভস্থা স্বরুপ স্বরূপ গত বৃহস্পতিবার চীনের আরও ১৬‘শ কোটি ডলার আমদানিকৃত পণ্যের উপর শতকরা ২৫ ভাগ শুল্কারোপ করে ট্রাম্প প্রশাসন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকনোমিকসের(এনএবিই) দ্বৈত-সমীক্ষায় দেখা গেছে, শুল্কারোপের ডিসেম্বরে আরও ঘাটতি দেখা গেছে যা বাজেট অনুযায়ী বাড়ানোর জন্য কংগ্রেসকে অপসৃত করতে হবে। এনএবিই এর ভাইস প্রেসিডেন্ট কেভিন সুইফট বলেন, ২৫১ অর্থনীতিবিদদের জরিপের মধ্যে শতকরা ৯০ ভাগ বলছে ট্রাম্পের এই শুল্কারোপ যুক্তরাষ্ট্রের জন্য হুমকির মুখে যা বিরুপ প্রতিক্রিয়া ফেলবে।

দক্ষিণ আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির বিষয় উল্লেখ করে এক বিবৃতিতে সুইফট আরও বলেন, ‘এনএএফটিএ হতেও প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে পড়ে প্যানেরিস্টরাও তাই আশা করছেন।’ এদিকে ওয়াশিংটন, ওটোয়া ও মেক্সিকো এক বছর আগের করা ২৪ বছরের বাণিজ্যিক চুক্তির সংশোধনের কথা বলেছেন যেখানেও ট্রাম্পের নিমরাজি যেনো হুমকির মুখে। যদিও সাম্প্রতিক দিনগুলোতে তারা আশাবাদি এনএএফটিএ’র সঙ্গে পুনরায় স্থাপনের ব্যাপারে। তবে হোয়াইট হাউজ থেকে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা দিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভারৈা রয়েছে। দ্বন্দ্বের মধ্যে ফেলা এতো কঠিন নয়।’ এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়