শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৮, ০১:১৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০১৮, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশবাড়ীতে বাসের চাপায় সিএনজি চালকসহ নিহত ৪

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী সদরের অদূরে রংপুর-বগুড়া মহাসড়কের মহেশপুর নামক স্থানে বাস চাপায় সিএনজি চালকসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা অপর ২ যাত্রী গুরুতর আহত হয়।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার সদরের রংপুর-বগুড়া মহাসড়কের মহেশপুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন এন্টারপ্রাইজের একটি বাস ওই স্থানে পৌঁছালে ধাপেরহাট থেকে পলাশবাড়ী অভিমুখে আসা একটি সিএনজিকে ওভারটেক করার সময় চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা অপর ২ যাত্রীকে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর ১ যাত্রী মারা যায়।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলা সদরের উদয়সাগর গ্রামের আব্দুল হান্নান (৬০), তার ছেলে মোহাম্মদ (১০), সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নের মহিপুর বাজারের সিএনজি চালক সুমন (২৬) ও একই উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আরজিনা বেগম (২৮)।

ঘটনার পর বাস চালক পলাশবাড়ী বন্দরে এসে বাস থেকে নেমে সটকে পড়েন। হাইওয়ে পুলিশ বাসটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। খবর পেয়ে তৎক্ষনাৎ পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজাবাউল হোসেন, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শনসহ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়