শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ০৯:৩৬ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিরোপা হারানোর আক্ষেপ নিয়ে ঘরে ফিরলো মারিয়ারা

স্পোর্টস ডেস্ক : শিরোপা সঙ্গী করেই দেশে ফেরার প্রত্যয় ছিল বাংলাদেশি কিশোরীদের। কিন্তু ফিরতে হলো শিরোপা হারানোর আক্ষেপ সঙ্গী করে। সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের আসর শেষ করে ভুটান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। আজ সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফুটবল ফেডারেশন।

বিমানবন্দরে নেমেই কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছেন, ভারতের কাছে হেরে যাওয়াটা দুর্ভাগ্যজনক হলেও ভালো খেলে দর্শকদের মন জয় করেছে কিশোরীরা। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরো পরিণত করার প্রতিজ্ঞা করলেন ফুটবলাররা। আর তাদের প্রশংসায় পঞ্চমুখ বাফুফে কর্মকর্তারাও।

ঘরে ফিরলো মেয়েরা। আরো বিরদর্পে আসা যেতো। হতে পারত আরো রাজসীক। কিন্ত যা হয়েছে তা কোনো অংশে কম নয়। হার না মানা মেয়েরা হেরেছে ভারতের কাছে। কিন্তু, তাদের ফুটবলশৈলী, অফুরন্ত দম, অদম্য মানসিকতা দেখেছে দর্শকরা। তাই মেয়েদের রজনীগন্ধার শুভেচ্ছা।
এ মেয়েদের সবথেকে কাছ থেকে যিনি দেখাশুনা করেন তিনি কোচ গোলাম রাব্বানী ছোটন। হেরে যাওয়াটা মানতে তারও কষ্ট হয়। ভাগ্যকে দুষলেন তিনি। তবে মেয়েদের উন্নতিতে তিনি সন্তুস্ট।

কিশোরীদের নিয়ে পরিকল্পনার শেষ নেই ফুটবল ফেডারেশনের। ঈদের পর আসতে পারে সংবর্ধনা আর আর্থিক পুরস্কারের ঘোষণা জানালেন বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ। আপাতত ছুটি সাত দিনের। আবারো শুরু হবে মেয়েদের নিয়মিত অনুশীলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়