শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ০৮:১৪ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহিদুল আলমের মুক্তিতে সরব যারা

মহসীন কবির : দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলোকচিত্রী ৬৩ বছর বয়সী শহিদুল আলমকে গ্রেফতারের পর দেশে ও বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বরেণ্য লেখক, সাংবাদিক ও আলোকচিত্রীরা তাঁর মুক্তির দাবি জানিয়েছেন। মানববন্ধন করা হয়েছে ঢাকাসহ কয়েক জেলায়।

শহিদুল আলমের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ৬ আগস্ট ধানমন্ডিস্থ আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন শহিদুল আলমের স্ত্রী রাহনুমা আহমেদ। তিনি পরিবারের পক্ষ থেকে তার মুক্তির দাবি জানান। ৬ আগস্ট দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও বিশ্বখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-সি পিজে। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় আটক শহীদুল আলমের মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন বাংলাদেশের বন্ধু ভারতীয় আলোকচিত্রী রঘু রাই। ৭ আগস্ট ফেসবুকে লেখা খোলা চিঠিতে তিনি বলেন, আমার বিনীত অনুরোধ এবং আর্জি, তারুণ্যের সৎ ও সত্যনিষ্ঠ প্রতিনিধিকে শাস্তি দেবেন না।

শহিদুল আলমের ‌দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সাউথ এশিয়ান মিডিয়া ডিফেন্ডার নেটওয়ার্ক (স্যামডেন)। ৭ আগস্ট এক বিবৃতিতে তারা এ দাবি জানান। স্যামডেন-এর এক বিবৃতিতে বলা হয়, কোনো রকম দেরি এবং ক্ষতি ছাড়াই তাকে মুক্তির দাবি জানায় সংগঠনটি। ৮ আগস্ট আলোকচিত্রী শহিদুল আলমের গ্রেফতার প্রক্রিয়া নিয়ে নাগরিক সমাজের প্রশ্ন, উদ্বেগ ও মুক্তি দাবি করেছে। শহিদুল আলমের কণ্ঠরোধ ‘ধৃষ্টতা’ মন্তব্য করে অচিরেই তার মুক্তির দাবি করেছেন আরেক আলোকচিত্রী শোয়েব ফারুকী। ৮ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

৮ আগস্ট আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি জানান। শহীদুল আলমের মুক্তির দাবিতে সরব ভারতের সাংবাদিক ও আলোকচিত্রীরা। কলকাতায় সাংবাদিকরা নীরব প্রতিবাদে সামিল হয়েছিলেন। ৯ আগস্ট ফেসবুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি একটি খোলা চিঠি লিখেন। তাদের হাতের পোস্টারে লেখা ছিল, শহিদুলের মুক্তি চাই।

৯ আগস্ট ভারতের সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন দি এডিটরস গিল্ড অব ইন্ডিয়া বিবৃতিতে শহীদুলের পাশে দাঁড়িয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। ৯ আগস্ট বৃটিশ পত্রিকা গার্ডিয়ান এক সম্পাদকীয়তে শহীদুলকে মুক্তি দাবি করেছে। প্রধানমন্ত্রীকে আইপিআই’র চিঠি, নির্যাতন বন্ধের আহ্বান, শহিদুলের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। তসলিমা নাসরিন শহিদুল আমলের মুক্তি দাবি করেছে। শহিদুল আলমের মুক্তি দাবি করে ৬৯ বিশিষ্ট নাগরিক। ৯ আগস্ট এক যৌথ বিবৃতিতে তারা শহিদুল আলমকে গ্রেপ্তারের পর নির্যাতনের কার্যকর তদন্তের দাবি জানান।

১১ আগস্ট শহিদুল আলমের মুক্তি চেয়ে নোয়াম চমস্কি অরুন্ধতী রায় বিবৃতি দিয়েছে। তারা সরকারের সমালোচনা করার দায়ে গ্রেপ্তার শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়েছেন। শহিদুলের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশি-বিদেশি ২৪ সংগঠনের বিবৃতি দিয়েছে। ব্রিটিশ মানবাধিকার সংস্থা ’আর্টিকেল ১৯’ এর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে সংগঠনগুলো এ আহ্বান জানায়। শহিদুল আলম ও নিরাপদ সড়ক আন্দোলন থেকে গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছেন লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা। ১২ আগস্ট শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংহতি সমাবেশ থেকে তারা এই দাবি জানান। ১২ আগস্ট শহিদুল আলমের মুক্তির দাবিতে খোলাচিঠি লিখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিসসহ ১৩ জন বরেণ্য ব্যক্তি। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে লেখা ওই চিঠিতে শহিদুলের গ্রেফতারকে ‘বিধিবহির্ভূত’ আখ্যা দিয়েছেন। শহিদুল আলমের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক আইন পেশাসংশ্লিষ্ট ১৯ প্রবাসী বাঙালি। একই সঙ্গে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করা হচ্ছে দাবি করে এর নিন্দা জানিয়েছেন তারা। ১৩ আগস্ট তার এ দাবি জানান।

১৬ আগস্ট শহিদুল আলমের মুক্তি দাবি করেছেন বৃটিশ পার্লামেন্টের দু’জন এমপি। তারা হলেন- রুশনারা আলি ও রুপা হক। এ দু’জনই বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ এমপি। ১৭ আগস্ট শহিদুল আলমের শারীরিক অবস্থা ও নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ জানিয়েছে অলাভজনক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডৎরগ্রাফিক সোসাইটি। সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তাকে বিশ্বের আলোকচিত্রী সম্প্রায়ের উজ্জ্বল নক্ষত্র আখ্যা দিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়েছে। ১৮ আগস্ট কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি অনতিবিলম্বে শহীদুল আলমকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসে নিবন্ধ এ কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তি দেয়ার আহবান জানিয়েছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সবশেষ ২০ আগস্ট শহিদুল আলমের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন ১০ নোবেল বিজয়ী। একজন ছাড়া তাদের সবাই শান্তিতে নোবেল পেয়েছেন। ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিশ্বের আরো ১৩ বিশিষ্ট ব্যক্তি।

শিক্ষার্থীদের আন্দোলনের পেক্ষাপটে ৫ আগস্ট রাতে আলোকচিত্রী শহিদুল আলমকে আটক করে পুলিশ। ৬ আগস্ট তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর আদালতে নেওয়া হলে আদালত তাকে রিমাÐ দেন। আদালতের নির্দেশে নেওয়া হয় হাসপাতালে। হাসপাতাল থেকে বর্তমানে তিনি করাগারে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়