শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের জন্য ফুটবলাররা হাজারটা ঈদ বিসর্জন দিতেও রাজি

আবু সুফিয়ান শুভ : গোটা বিশ্বের মুসলিমরা যখন ঈদের আনন্দ ভাগাভাগি নিয়ে ব্যাস্ত ,সে সাথে বাংলাদেশের মুসলিমরা স্বজনকে নিয়ে ঈদের মাতাল হাওয়া যখন গায়ে মেখে ছুটছে । ঠিক সেই সময় বাংলাদেশের ফুটবলারা ঈদের আগে আরে একটি ঈদ উপহার পেলো । এ যেনো মেঘ না চাইতে বৃষ্টি।বাংলাদেশের ফুটলের অঙ্গনে যখন উতপ্ত খরা তাপ ,সেই সময় এক স্বস্তির বাতাশ এক পশলা বৃষ্টি নিয়ে এলো বাংলার দামাল ছেলেরা।

এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ওঠা ঈদের আগেই ঈদের আনন্দ বয়ে এনেছে ফুটবলারদের জন্য। পরিবারের সঙ্গে এবার আর ঈদ করা হচ্ছে না ফুটবলারদের। তবে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে ফুটবলাররা হাজারটা ঈদ বিসর্জন দিতেও রাজি
প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। তা-ও আবার এশিয়ান ফুটবলের বড় দল কাতারকে ১-০ গোলে হারিয়ে, গেমস থেকে তাদের বিদায় করে। স্বাভাবিকভাবেই উৎসবে ভেসে যাওয়ার কথা ফুটবলারদের। হচ্ছেও তা-ই। ইন্দোনেশিয়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিপলু আহমেদ, সাদ উদ্দিনরা। কাতারকে হারিয়ে ফুটবলারেরা ঈদ আসার আগেই মেতেছেন ঈদের আনন্দে।

ইতিহাস গড়ার ম্যাচে একমাত্র গোলটি দলীয় অধিনায়ক ও মিডফিল্ডার জামাল ভূঁইয়ার। তবে পারফরম্যান্সের বিচারে ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ফরোয়ার্ড বিপলু আহমেদ। জয়ের পর তিনি ঈদের আনন্দে আছেন বলে জানিয়েছেন, ‘তিন দিন পর ঈদ। কিন্তু আমরা ঈদটা আজই করে ফেললাম। এত খুশি লাগছে যে বলে বোঝানো সম্ভব না।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ২৪ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দল নিশ্চিত হবে আগামীকাল । তবে এটা নিশ্চিত, পরিবারের সঙ্গে ঈদ করা হচ্ছে না ফুটবলারদের। তবে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য একটা নয় হাজারটা ঈদ বিসর্জন দিতেও রাজি আছেন বলে জানিয়েছেন মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ, ‘আমার জীবনের সবচেয়ে বেশি খুশির সময় হলো কোরবানির ঈদ। কিন্তু এবার আমি কোরবানির ঈদ মিস করব। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। এই হাসির জন্য একটা ঈদ না, হাজারটা ঈদ বিসর্জন দিতেও রাজি আছি। দেশের মানুষের সমর্থন থাকলে আমরা অনেক ভালো কিছু করতে পারব। দোয়া করবেন আমাদের জন্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়