Skip to main content

ফেনীতে বন্দুকযুদ্ধে দুই মাদকবিক্রেতা নিহত

ফেনী প্রতিনিধি : ফেনীর বিসিক এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এরা হলেন- মো. মামুন মোর্শেদ (৩৫) এবং মো. আল আমিন (২৫)। এসময় ইয়াবা ট্যাবলেট, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে। আজ সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরে চেকপোস্ট বসানো হয়। এসময় মোটরসাইকেল দুই মাদকবিক্রেতার সঙ্গে র‍্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ওই দুই মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় নিহতদের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৪ হাজার,৭শ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ হরা হয়। র‍্যাব-৭, ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বলেন, মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হবে। জব্দ হওয়া মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

অন্যান্য সংবাদ