শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ১০:০৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুফান কমলাপুরে, পাগলু গাবতলীতে

ডেস্ক রিপোর্ট : ঈদুল আজহা উদযাপনে প্রধান উদ্দেশ্য পশু কোরবানি। এ কারণে পশু কেনা একটা কাজ হিসেবে চলে আসে সামনে। মূলত কোরবানির পশু কেনার আমেজটা ঠিক ঈদ-পূর্ববর্তী তিন থেকে চার দিন ব্যাপক আকার ধারণ করে। হাট ঘুরে দেখা গেছে, পছন্দমতো পশু কেনাকাটায় মানুষের ব্যস্ততা বেড়েছে।

এরই মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে কোরবানির বড় পশুগুলো। ঢাকার বিভিন্ন হাটে বসেছে ইতোমধ্যে আটটি বড় গরু। এই গরুগুলোকে কিনার আগ্রহের পাশাপাশি দেখার জন্যও ভিড় জমেছে হাটে। বড় গরুগুলোর দামও অনেক বেশি।

রাজধানীর কমলাপুরের পশুর হাটে ২০ লাখ টাকা দাম হাঁকা হয়েছে একটি গরুর। এর মালিক দিনাজপুরের ব্যবসায়ী নুরুজ্জামান। তিনি গরুর নাম রেখেছেন ‘তুফান’। তার সঙ্গে রয়েছে ‘টাইগার’। দাম হাঁকা হয়েছে ১৮ লাখ টাকা। দিনাজপুরের বীরগঞ্জে সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র নুরুজ্জামান পড়াশোনার পাশাপাশি নিজ বাড়িতে তৈরি করেছেন গরুর খামার। তার খামারে ২০টির মতো গরু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় গরুটি হলো ‘তুফান’।

রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট বসেছে গাবতলীতে। এ বাজারে এখন পর্যন্ত সবচেয়ে বড় গরুর নাম ‘পাগলু’ ও ‘কালো মানিক’। দাম হাকা হয়েছে যথাক্রমে ৩০ লাখ ও ২৫ লাখ টাকা। গাবতলী পশুর হাটে যারাই এসেছেন অধিকাংশ মানুষ পাগলু ও কালোমানিককে দেখতে যাচ্ছেন। এ বিষয়ে গরু দুটির মালিক আবদুল করিম বলেন, ‘সাভারের আমিন বাজারে আমার বসত বাড়ি। একটি দুধের খামার তৈরি করেছি। এর মধ্যে সাড়ে চার বছর আগে পাগলু ও কালো মানিকের জন্ম হয়। এরপর দুটি বাচ্চা লালন-পালন করার পর বড় হয়েছে। এ দুটি গরুই এখন পর্যন্ত গাবতলী বাজারের সবচেয়ে বড় গরু।’

প্রসঙ্গত, হড়িয়ানার নাগিন (ধোলাইখাল), থমাস (মেরাদিয়া), কালু(উত্তরা), পাবনার বাদশাহ (মিরপুর ইস্টার্ন হাউজিং), কালা চাঁন (আফতাবনগর) এই নামের গরুগুলো রাজধানীর এই হাটগুলোতে মিলছে। বাংলা.রিপোর্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়