শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ০৮:০০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওশাবার সন্তানকে তার মায়ের কোলে ঈদ করার সুযোগ দিন

নিজস্ব প্রতিবেদক :অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে বন্দিদশা থেকে মুক্ত করে মায়ের কোলে তার সন্তানকে ঈদ করার সুযোগ করে দিতে অভিনয় শিল্পী সংঘ এর সকল সদস্য ও অভিনয় শিল্পীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে  “মানবিক আবেদন জানানো হয়েছে।এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি অভিনয়শিল্পীদের ফেসবুক প্রোফাইলের দেয়ালে দেয়ালে দেখা গেছে। আমাদের সময় ডটকম’র পাঠকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হলো-

কাজী নওশাবা আহমেদ গত ০৪.০৮.১৮ তারিখে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালীন সময়ে ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লাইভ ভিডিওটি শেয়ার করেন তা যে পুরোপুরি ভুল ছিলো তা ইতোমধ্যে নওশাবা স্বীকার করেছে এবং এই জন্য সে ভীষণ অনুতপ্ত । সে বুঝতে পেরেছে তার ভিডিওর কারণে অনেক বড় কিছু হতে পারতো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি , সংস্কৃতি বান্ধব ,জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে বিনীত আবেদন ,যেহেতু নওশাবা তার ভুলের জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী এবং তার বিগত জীবনে এমন কোনো কর্মকান্ড নেই যা রাস্ট্র, সমাজ ও মানবতা বিরোধী। বরং নানাবিধ সামাজিক,মানবিক কর্মকাণ্ডের সাথে সে জড়িত এটা আমরা সবাই জানি। যুদ্ধাপরাধীদের শাস্তির দাবীতে গণজাগরণ মঞ্চের আন্দোলনেও নওশাবা বলিষ্ঠ ভাবে জড়িত ছিলো। দুদিন পরেই ঈদ, নওশাবার ছয় বছরের কন্যা সন্তান আছে, শারিরীক ভাবেও সে অসুস্থ । আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল , আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা বিশ্বাস করি সকল আইনি প্রক্রিয়া পার হয়ে নওশাবা তার স্বাভাবিক জীবনের ফিরে আসবে। অভিনয় শিল্পী সংঘ এর সকল সদস্য , অভিনয় শিল্পীদের পক্ষ থেকে আপনার কাছে বিনীত আবেদন, কাজী নওশাবা আহমেদকে বন্দিদশা থেকে মুক্ত করে মায়ের কোলে তার সন্তানকে ঈদ করার সুযোগ করে দিন।শহিদুল আলম সাচ্চু সভাপতি আহসান হাবীব নাসিম সাধারন সম্পাদক অভিনয় শিল্পী সঙ্ঘ.”

  • সর্বশেষ
  • জনপ্রিয়