শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ০৬:২১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ভিজিএফের ৬শ কেজি চাল জব্দ, ৭৭টি স্লিপ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : খুলনায় ভিজিএফের ৬শ কেজি চাল জব্দ ও ইউনিয়ন চেয়ারম্যান স্বাক্ষরিত ভিজিএফের ৭৭টি স্লিপ উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে এ চাল মজুদ করা মুদি দোকানি ইবরাহিম শরীফকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকালে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ ও তাকে গ্রেফতার করা হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘৬শ কেজি চাল এবং ৭৭টি স্লিপসহ ইবরাহিম শরীফকে গ্রেফতার ও মামলা দায়ের করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে রবিবার এ মামলা দায়ের করেন। শনিবার চাল বিতরণের সময় কম দেওয়ার অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়। ওই মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ভিজিএফের চাল বিতরণ সংক্রান্তে সৃষ্ট ঘটনায় দুইটি মামলা দায়ের করা হলো।’

পুলিশ জানায়, শনিবার সেনহাটি ইউপিতে ভিজিএফের চাল কম দিয়ে কালো বাজারে বিক্রির গোপন খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক ইউপির পাশের ইমরান স্টোরে অভিযান পারিচালনা করেন। অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শম্পা কুন্ডুও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অসহায় ও দুস্থদের জন্য সেনহাটি ইউনিয়নের ৫ হাজার ২৯৬ জনের মধ্যে ১ লাখ ৫ হাজার ৯২০ কেজি চাল বরাদ্দ হয়। ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজী চাল বিতরণ শুরু করেন। এক পর্যায়ে মাথাপিছু ২০ কেজির স্থলে ১৫ থেকে ১৭ কেজি করে চাল দেওয়ার অভিযোগ ওঠে এবং জনতা ক্ষুব্ধ হয়। এর জের ধরে ইউপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়