শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত গরুর সরবরাহ বন্ধ রাখায় আমাদের জন্য শাপে বর হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

তরিকুল ইসলাম সুমন  : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভারত যখন এদেশে তাদের গরুর সরবরাহ বন্ধ করেছিল, তা আমাদের জন্য শাপে বর হয়েছে। আমরা এখন প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ এবং এবার প্রায় দেড়কোটি কোরবানিযোগ্য পশু রয়েছে এবং তা পর্যাপ্ত। কুরবানিতে পশুর সংকট হবে না।

গাবতলীর গরু-ছাগলের হাট সরজমিনে পরিদর্শন এবং হাটে দেশী গরুর বিপুল সরবরাহ দেখে সন্তোষ প্রকাশ করে এসব কথা বলেন।

তিনি দেশী গরুর সারীতে ঢুকে ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন জাতের দেশী গরুসম্পর্কে অবহিত হন। মন্ত্রী হাটে প্রাণিসম্পদ অধিদফতর কর্তৃক স্থাপিত মেডিক্যাল সেন্টারের কার্যক্রমও প্রত্যক্ষ করেন এবং কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্য মন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন।

তিনি বলেন, বৈধপথে সামান্যকিছু ভারতী গরু ব্যতীত হাটে বিপুলসংখ্যক দেশী গরুই প্রমাণ করে যে, দেশী গরু দিয়েই আমাদের কুরবানির কাজ সম্পন্ন হবে। তিনি হাটের ক্রেতা-বিক্রেতাসহ মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, তাদের ঈদের আনন্দে কোনোরূপ কমতি হবে না।

পরে প্রাণিসম্পদমন্ত্রী আগত ছাগলের সরবরাহও দেখেন এবং ক্রেতাবিক্রেতাদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-ল, প্রাণিসম্পদ অধিফতরের মহাপরিচালন হীরেশ রঞ্জন ভৌমিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়