শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূল্য কমিয়ে দ্বীনি শিক্ষায় ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে: আলেমগন

বিশ্বজিৎ দত্ত : চামড়া ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতে কোন ধরনের আলোচনা ছাড়াই চামড়ার দাম নির্ধারন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ নিয়ে মাদ্রাসা ও এতিমখানা সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বাণিজ্যমন্ত্রী গোপনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে চামড়ার দাম কমিয়ে দেয়ায় দ্বীনি শিক্ষার ব্যবস্থাপনায় ব্যাঘাত সৃষ্টি করা করা হয়েছে।

এ বিষয়ে মুহম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক জানান, চামড়ার মূল্য কমিয়ে দিলেতো চামড়াজাত পণ্যের দামতো কমেনি।বরং চামড়ার মূল্য কমিয়ে এদেশের দ্বীনি শিক্ষার ব্যবস্থাপনায় ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে। এতিমখানাগুলোতে বাচ্চারা প্রতিবছর এই চামড়া সংগ্রহ করে। তাদের সারা বছরের খাবারদাবার অনেকটাই এই চামড়ার উপর নির্ভর করে। এভাবে মূল্য কমিয়ে তাদের রিজিকে আঘাত করা হয়েছে।

জামিয়াতুল আলম মদিনা বাগ ঢাকার প্রিন্সিপাল মাওলানা হুমায়ুন আইয়ুব বলেন, কোবানির চামড়ায় এতিমদের হক রয়েছে। মাদ্রাসার এতিমরা এইা চামড়া সংগ্রহ করে । তাদের আয়ের একটি অংশ এই চামড়া। মূল্য কমিয়ে দিয়ে তাদের আয়ে আঘাত করা হয়েছে।

উল্লেখ্য, ঈদ সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পশু ও আকারভেদে এবারে চামড়ার দাম গতবারের চেয়ে কম।

ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৪৫ থেকে ৫০ টাকায়। ঢাকার বাইরে এর দাম হবে ৩৫ থেকে ৪০ টাকা।এছাড়া সারা দেশে খাসির চামড়া ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করবেন ব্যবসায়ীরা।
গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেও চামড়ার দাম নির্ধারণ ছাড়াই আলোচনা শেষ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
পরে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে একান্তে আলোনা করে এবারের দাম ঘোষণা করেন তিনি। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, মন্ত্রী ব্যবসায়ীদের জানান, এবারে চামড়ার দাম কত চাও। জবাবে ব্যবসায়ীরা জানান আগের মতোই। মন্ত্রী তাৎক্ষণিক বলেন তাই হবে।
উল্লেখ্য,গতবছর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকায় সংগ্রহ করেন।এছাড়া সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হয়।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বছরে বাংলাদেশ থেকে মোটামুটি ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ গরুর চামড়া, ৩১ দশমিক ৮২ শতাংশ ছাগলের, ২ দশমিক ২৫ শতাংশ মহিষের এবং ১ দশমিক ২ শতাংশ ভেড়ার চামড়া। এর অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদের সময়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর কোরবানি উপলক্ষে সারা দেশে এক কোটি পাঁচ লাখের মত গবাদিপশু বিক্রি হয়েছিল। আর এবার দেশের খামারগুলোতে কোরবানিযোগ্য পশু আছে এক কোটি ১৬ লাখ।

সরকার গত কয়েক বছর ধরেই বলে আসছে, দেশি গরু-ছাগলেই কোরবানির মওসুমের চাহিদা মেটানোর সক্ষমতা বাংলাদেশের তৈরি হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে সরকার এবার কোরবানির ঈদের ছুটি রেখেছে ২১ থেকে ২৩ অগাস্ট। অর্থাৎ, ১২ অগাস্ট জিলহজ মাসের চাঁদ উঠলে ২২ অগাস্ট বাংলাদেশের মুসলমানরা কোরবানির ঈদ উদযাপন করবেন।
ঋধপবনড়ড়শ ঈড়সসবহঃং

  • সর্বশেষ
  • জনপ্রিয়