শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ০১:২৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরের গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিতে আইন জারি করলেন প্রেসিডেন্ট সিসি

সাইদুর রহমান : পরপর দুই মেয়াদে ক্ষমতায় থাকা মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে নতুন আইনের অনুমোদন দিয়েছেন। এ আইন অনুমোদনের পর বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমকর্মীরা উদ্ব্যেগ প্রকাশ করেছেন।

‘তথ্য অপরাধ দমন’ নামের এ আইনের মাধ্যমে সরকার বিরোধী যেকোন মিডিয়া বন্ধ করে দেয়ার ক্ষমতা রাখে কর্তৃপক্ষ।
নতুন আইন মোতাবেক, যে কোন ইলেক্ট্রনিক মিডিয়া চালু করতে হলে জাতীয় যোগাযোগ অথোরিটি থেকে অনুমোদন নিতে হবে। বিদ্বেষ মূলক খবরের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ৬ মাস জেল এবং পঞ্চাশ হাজার পাউন্ড জরিমানা করা হবে।
আর যদি কেউ বিদ্বেষ ছড়ানো, অথবা আইন বিরোধী কোন অপরাধকে সহজ করে এমন কাজের কোন মিডিয়া খোলে অথবা পরিচালনা করে তার জন্য দুই বছরের জেল এবং এক লাখ পাউন্ড জরিমানা রাখা হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট সিসির এ পদক্ষেপকে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যম প্রতিষ্ঠান মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে আখ্যায়িত করেছেন। এছাড়া সিসি ক্ষমতায় আসার পর থেকে পাঁচ শতাধিক ইলেক্ট্রনিক মিডিয়া বন্ধ করে দেয়া হয়েছে। সরকার বিরোধী খবর প্রকাশ অভিযোগ এনে শত শত ব্যক্তি আটক করা হয়েছে। সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়