শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহত্তর জোট গঠনে ড. কামালের তিন শর্ত

রফিক আহমেদ : বৃহত্তর জোট গঠনে ড. কামালের তিন শর্ত নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনো আলোচনা হয়নি। গণ ফোরাম সভাপতি রাজনৈতিক দলগুলো সঙ্গে আলোচনায় বসার জন্য একটি খসড়া প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের আলোকেই জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হতে পারে। এ প্রস্তাব একান্তই গণ ফোরামের। দলটির কার্য নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এসব কথা জানান।

ড. কামালের ৩ শর্ত হলো- এক. জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপিকে সম্পর্ক ত্যাগ করতে হবে। জামায়াতে ইসলামীর সঙ্গে প্রকাশ্য-অপ্রকাশ্য কোনোভাবেই জোট করা যাবে না। দুই. জোটগতভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি করা যাবে না। বিএনপি নিজেদের মতো করে তাদের দলের প্রধানের মুক্তির দাবিতে সোচ্চার থাকতে পারে, প্রয়োজনে আইনি লড়াইও অব্যাহত রাখতে পারে। এ ক্ষেত্রে ড. কামাল হোসেনকে জড়ানো যাবে না। তিন. জোটগতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের উদ্যোগ নেয়া যাবে না। বিএনপি চাইলে দলগতভাবে তারেক রহমানের প্রসঙ্গটি সামনে আনতে পারে। কিন্তু এর সঙ্গে জোটের কোনো সম্পর্ক থাকবে না।

এ প্রসঙ্গে গণফোরাম এর কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, তিন শর্তের ব্যাপারে এখনো বিএনপির সঙ্গে ফরমাল কোনো আলোচনা হয়নি। আমরা আমাদের শর্ত তাদের কাছে পেশ করেছি। সরকারের সঙ্গে বসলেও জামায়াত ত্যাগ করার কথা বলব। গতকাল রোববার বিএনপির সঙ্গে গণ ফোরাম এর তিন শর্ত প্রসঙ্গে আলাপ করলে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিএনপির সঙ্গে তিন শর্তের প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব। এ ব্যাপারে মাহমুদুর রহমান মান্না ও আ স ম আবদুর রবেব সঙ্গেও আলোচনা করার চিন্তা ভাবনা করছি। এছাড়া বিভিন্ন মতবিনিময় সভায় এ তিন শর্তের বিষয়ে আলোচনা কবর।
তিনি বলেন, সরকারের ভেতরে জামায়াত শিবির ঢুকে পড়েছে। ৫০ বছরেও কোনো সরকার কিছু করতে পারেনি, এ জন্য প্রস্তাব দিয়েছি। বর্তমান সরকারি দলের এ ব্যাপারে দ্বিমত থাকার কথা নয়। এ ব্যাপারে জাতীয় ঐক্য থাকা দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়