শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ১২:৫৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াত ষড়েযন্ত্র সফল হলে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হবে নারীরা: মেনন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি জামায়াত ক্ষমতার আকাঙ্খায় আবার বড় ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হতে সক্রিয় হচ্ছে। কোটা ও কিশোর ছাত্রদের আন্দোলনের ঘাড়ে চাপতে ব্যর্থ হয়ে এখন তারা নতুন নতুন অজুহাত খুঁজছে। এই ধরণের ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ পুনরায় বহু বছরের জন্য পিছিয়ে পড়বে। তাতে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের নারীরা। গত দশ বছরে নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের প্রশ্নে যে অগ্রগতি সাধিত হয়েছে তা চরমভাবে বাধাগ্রস্ত হবে।

রোববার দুপুরে পল্টন থানা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের এক মহিলা সমাবেশে সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশে খান মেনন এমপি এসবকথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো.মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবিধান, নারীর ক্ষমতায়ন ও নারীদের করনীয় নিয়ে মন্ত্রী মেনন আরো বলেন, ‌সংবিধানে নারীদের সংরক্ষিত আসনের যে ব্যবস্থা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন তা বর্তমানে শেখ হাসিনার আমলে ৫০ জনে উন্নীত হয়েছে। মেয়েরা এখন লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, পর্বত আহরণ, বোমারু বিমান চালানো, জাতিসংঘের শান্তি বাহিনীতে অংশ গ্রহণ করে চলেছে এবং সকল ক্ষেত্রে তাদের ক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। আমারে গার্মেন্টস শিল্প এই নারী শ্রমিক নির্ভর যা দেশের রপ্তানি আয়ের প্রধান সূত্র। বিএনপি’র মদদপুষ্ট জামাতের সাঈদি বা তেঁতুল হুজুররা সময় সুযোগ পেলেই নারীদের উপর তাদের বিষাক্ত ছোবল মারবে। বিএনপি জামাতের বিষদাঁতকে ভেঙ্গে দিতে তাই নারী সমাজকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে নারীর ক্ষমতায়ন বিরোধী এই ধরণের কোন প্রার্থী যাতে জিততে না পারে তার জন্য ব্যবস্থা এখন থেকেই নিতে হবে। নারীরেকে আর ঘরে বসে থাকা যাবে না, সামনের জাতীয় নির্বাচনের জন্য নারীদের প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে সমাজকল্যাণমন্ত্রীর দুর্ঘটনায় পতিত হওয়ায় যারা সমবেনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

সমাবেশের অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা এ্যাডভোকেট তাহমিনা, ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও বিভিন্ন ইউনিটের নারী নেত্রীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়