শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ১২:০৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপুল পরিমাণ নকল বিআরবি ক্যাবলসহ আটক ১

সুজন কৈরী : পুরান ঢাকার ওয়ারী এলাকা থেকে বিপুল পরিমান নকল বিআরবি ক্যাবল ও তা তৈরীর উপকরন জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় মো. ইব্রাহিম খান (২৬) নামের একজনকে আটক করা হয়েছে।

সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মো. এনামুল কবির বলেন, শনিবার সিআইডির কোতয়ালী ইউনিটের একটি টিম ওয়ারীর তাহেরবাগ লেনের ৪৪ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল বিআরবি ক্যাবল ও তা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

এনামুল কবির বলেন, বিভিন্ন স্থান থেকে চুরি করা বা পুরাতন তার সংগ্রহ করে তা গলিয়ে আবারো নতুন করে তৈরির পর বিআরবি ক্যাবলের সিল দিয়ে তা বাজারজাত করতো প্রতারক চক্রটি। নকল তার ব্যবহারের ফলে শর্টসার্কিটের ঝুঁকি থাকে। এসব নকল তার ব্যবহারের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতে অগ্নিকান্ডেরও একটা কারণ। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা (নং-২৪) হয়েছে।

সিআইডির এ কর্মকর্তা বলেন, অভিযানকালে কারখানা থেকে বৈদ্যুতিক তার রাখার ড্রামে মোড়ানো লাল ও কালো রংয়ের ৪০ কয়েল নকল বিআরবি বৈদ্যুতিক তার, পিতলের তৈরী ১টি ডাইস যাহাতে বিআরবি লেখা, প্লাষ্টিকের ১১ বস্তা বৈদ্যুতিক তার তৈরির লাল ও কালো পিভিসি দানা, ড্রামে জড়ানো ২ কয়েল তামার তার জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মো. ফারুক হোসেন (৩৮) নামের একজন ওই নকল কারখানার মালিক। তিনি কর্মচারী দিয়ে দীর্ঘদিন ধরে নকল বিআরবি ক্যাবল তৈরির পর বাজারজাত করে জনসাধারনের সঙ্গে প্রতারণা করছেন।অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়