শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ১১:০২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর চিনিকল কর্মচারীদের মানবেতর জীবন যাপন

অপু খান : চার মাস ধরে শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারছে না রংপুর চিনিকল। বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিক-কর্মচারীরা। এবারো ঈদের আগে বেতন পাওয়ার নিশ্চয়তা নেই তাদের। কর্তৃপক্ষের দাবি, চিনি বিক্রি করতে না পারায় এমন পরিস্থিতি।

বেতন না পেয়ে গেলো ঈদে পরিবার পরিজনদের জন্য তেমন কিছুই করতে পারেননি রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। ঈদুল আজহার কয়েকদিন বাকি থাকলেও বেতনের জন্য কোন সুখবর মেলেনি। তাই চরম হতাশা নিয়ে বেতনের আশায় প্রায় প্রতিদিন কর্তৃপক্ষের কাছে ধর্না দিচ্ছেন কর্মক্লান্ত শ্রমিকরা।

শ্রমিক নেতারা বলছেন, চিনির দাম কমে যাওয়ার দোহাই দিয়ে কর্তৃপক্ষ তাদের শতকরা ১৬ টাকা কমে বেতন দেয়ার আশ্বাস দিয়েছে।

গত চারমাসে চিনিকলের কাছে ৭শ’৯১ জন কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের পাওনা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা। বেতন পরিশোধের জন্য গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ নিজেও অনুরোধ করেছেন কর্তৃপক্ষকে। কিন্তু চিনি বিক্রি করতে না পারায় বেতনের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান রংপুর চিনিকল ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন।

১৯৫৬-৫৭ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে ১ হাজার ৯শ ১৭ একর জমি নিয়ে যাত্রা শুরু করে রংপুর চিনিকল।।

সূত্র:সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়