শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০৯:১৯ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট ঈদের ছুটিতে ঘুরে আসুন টাঙ্গুয়া হাওরে

আশরাফ চৌধুরী রাজু, সিলেটঃ ঈদের ছুটিতে ঘুরে আসুন সৌন্দর্য্যের লীলাভূমি বারেক টিলা, শহীদ সিরাজী লেক (নিলাদ্রী লেক), ডিসি পার্ক ও অপরুপ সৌন্দর্য্যময় টাঙ্গুয়া হাওর থেকে।

টাঙ্গুয়া হাওর, বারেকটিলা ও নিলাদ্রী লেক দেশের উত্তর, পূর্ব সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। অসংখ্য ছোট বড় টিলা, নদী, বিল পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এক দর্শনীয় স্থানের নাম বারেক টিলা, শহীদ সিরাজী লেক, (নিলাদ্রী লেক), ডিসি পার্ক ও টাঙ্গুয়া হাওর।রূপ লাবণ্যে টাঙ্গুয়া, বারেক টিলা ও নিলাদ্রী লেক, ডিসি পার্ক সাজিয়ে রয়েছে অপরুপ সৌন্দর্য্যে।

যান্ত্রিক কোলাহল থেকে মুক্ত নির্জন গাছের ছায়া পেতে বারেক টিলা, নিলাদ্রী লেক, ডিসি পার্ক ও টাঙ্গুয়া হাওরের বিকল্প নেই। বারেকটিলা, নিলাদ্রী লেক ও টাঙ্গুয়া হাওরে আছে সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত সাদা মেঘের খেলা, ছোট বড় পাথর ছড়ানো চারপাশ, চারদিকে পাখিদের কিছিরমিছির শব্দ। এই অপরুপ দৃর্শ্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই পর্যটকদের।

তাহিরপুর উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে ৩৬০ আওলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ আরেফিন (র.) আস্তানা, অদৈত্ব মহা প্রভুর আখড়া বাড়ী, আখড়া বাড়ীর সামনেই দাড়িয়ে আছে এশিয়া মহাদেশের সব ছেয়ে বড় শিমুল বাগান, উচু নিচু বারেকটিলা, সীমান্ত নদী যাদুকাটা, বড়ছড়া – চারাগাও, বাগলী ষল্কষ্টেশন, টেকেরঘাট ডিসি পার্ক, শহীদ সিরাজী লেক (নিলাদ্রী লেক), শহীদ বীর বিক্রম সিরাজসহ অসংখ্য মুক্তিযুদ্ধার গন করব ও শহীদ সমাধি এবং দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওর উল্লেখযোগ্য।

এখানে আসলে পর্যটকদের সীমান্ত ঘেষা যাদুকাটা নদীর ছল ছল স্বচ্ছ পানি দেখে মনে আনন্দ জেগে না উঠার উপায় নেই পর্যটকদের। উচুনিচু বারেক টিলার উপর দাড়িয়ে যাদুকাটা নদীর অপরুপ সৌন্দর্য্য উপভোগ করা যায়। যাদুকাটা নদীর তীরে উত্তরে টিলার মধ্যে রয়েছে হযরত শাহজালাল (র.) এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম ওলী শাহ আরেফিন (র.) আস্থানা।

শাহ আরেফিন (র.) আস্তানায় প্রতিনিয়ত দর্শানার্থীরা ভিড় জমায়। যা দেখলে পর্যটকদের মন ভরে যাবে। বারেক টিলার পাশ্চিমে রয়েছে বড়ছড়া, চাড়াগাও, বাগলী শুল্ক ষ্টেশন। শুল্কষ্টেশনের সঙ্গেই টেকেরঘাট ডিসি পার্ক, শহীদ সিরাজী লেক ( নিলাদ্রী লেক)।টেকেরঘাট ডিসি পার্ক খেয়া ঘাট থেথে ইনজিন চালিত ছোট বড় নৌকা নিয়ে পাটলাই নদী ভ্রমন করে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হওরের অপরুপ সেন্দর্য্য উপভোগ করা যায়।

পাটলাই নদীর দুই ধারের করছ গাছ পর্যটকদের দৃষ্টি ও হৃদয় কেড়ে নেয়। নৌকা থেকে ভারতের মেঘালয় পাহাড় মন ভরে দেয়। টাঙ্গুয়া হাওরে প্রবেশ করলেই চোখে পড়বে একটি বিশাল ওয়াস টাওয়ার আর ওয়াস টাওয়ারের নিচেই সুবিশাল চির সবুজের বেষ্টনী। সারি সারি হিজল গাছ, করচ গাছ, নলখাগড়া হাওরে বুকে মায়ের স্নেহ দিয়ে আগলিয়ে রেখেছে।

টাঙ্গুয়ায় শীত মৌসুমে সুদূর সাইবেরিয়া, চীন, মংগোলিয়া, নেপালসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মাইল পথ পাড়ি দিয়ে বিভিন্ন প্রজাতীর অতিথি পাখির কল-কাকলীতে মুখরিত হয় টাঙ্গুয়া হাওর আঙ্গিনা।

যোগাযোগ : দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা সায়েদাবাদ এসে মামুন, শ্যামলী ও এনা বাস দিয়ে সুনামগঞ্জ আব্দুর জহুর সেতুতে নামুন। আপনার জনপ্রতি বাড়া নিবে ৪৫০ থেকে ৫০০শ টাকা। সুনামগঞ্জ সেতু থেকে মোটর বাইকে, সিএনজি অটোরিকসা অথবা লাইটেস-কার নিয়ে সহজে চলে আসুন তাহিরপুর সদন অথবা লাউড়েরঘর বিজিবি ক্যাম্পের সামনে। আপনার মোটরসাইকেল জনপ্রতি নিবে ১শ টাকা, সিএনজি অটোরিকসা নিবে দেড়শ টাকা, লাইটেস কার নিবে রির্জাভ নিবে এক হাজার টাকা।

আপনি যদি তাহিরপুর সদরে আসনে তাহলে খেয়াঘাট থেকে সারাদিনের জন্য বড় একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে উল্লেখযোগ্য স্পটগুলো দেখতে পারবেন। আপনার নৌকা বাড়া নৈকিন নিবে পনেরশ থেকে দুই হাজার টাকা। আর যদি লাউড়েরঘর এলাকা দিয়ে আসেন তাহলে আপনার সারাদিনের জন্য মোটরসাইকেল ভাড়া নিবে ৫০০শ টাকা। হাওর ভ্রমনের সময় অবস্যই লাইফ জ্যাকেট সঙ্গে রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়