শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০৯:১৩ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেকেই দুই ধাপ পিছিয়ে পড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক :স্পেন ছেড়ে ক্রিস্তিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন ইতালিতে। পর্তুগিজ সুপারস্টারের এই দলবদল ছিঁড়ে ফেলেছে স্প্যানিশ ফুটবলে লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথের সুতো। লা লিগায় মেসি-রোনালদো দ্বৈরথ আর দেখা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, মেসি-রোনালদোর দ্বৈরথ কি একেবারেই শেষ হয়ে গেল? নিশ্চিতভাবেই উত্তরটা না। দুজনের আসল যে দ্বৈরথ, সেটা হবেই। তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন, সেরার লড়াইটা চলবে। আর ‘সেরা’ হওয়ার সেই চিরায়ত লড়াইয়ে এবার নিজের অভিষেক ম্যাচেই পিছিয়ে পড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো।

তাও এক ধাপ নয়। প্রথম ম্যাচেই প্রতিদ্বন্দ্বী মেসির চেয়ে রোনালদো পিছিয়ে পড়লেন দুই ধাপ! জুভেন্টাসের জার্সি গায়ে এর আগেও একটা ম্যাচ খেলেছেন রোনালদো। কিন্তু গত ১২ আগস্টের সেই ম্যাচটা ছিল প্রদর্শনী ম্যাচ। নতুন ক্লাবের হয়ে পর্তুগিজ তারকা নিজের প্রথম অফিসিয়াল ম্যাচটা খেললেন গতকাল শনিবার রাতে।

আর চিয়েভোর বিপক্ষে এই ম্যাচটাই ছিল নতুন ২০১৮/১৯ মৌসুমে জুভেন্টাসের প্রথম লিগ ম্যাচ। তাতে জুভেন্টাস জয় দিয়ে শুরু করতে পেরেছে ঠিকই। কিন্তু অতি-প্রত্যাশার দৃষ্টি ছিল যার উপর, জুভেন্টাসের জার্সিতে সিরি আ’তে যার অভিষেক দেখার জন্য অধীর ছিলেন বিশ্ব ফুটবলপ্রেমীরা, সেই রোনালদো গোল করতে পারেননি একটিও। অভিষেকটা হলো তার সাদামাঠা। নতুন মৌসুমের শুরুটাও তাই।

বিপরীতে স্পেনে লিওনেল মেসি ছিলেন ঠিক তার উল্টো পিঠ। স্পেনে বার্সেলোনাও নতুন মৌসুমে নিজেদের প্রথম লিগ ম্যাচটি খেলতে নেমেছিল শনিবারই। ন্যু-ক্যাম্পে আলাভেসের বিপক্ষে ম্যাচটা আরও একটা দিক থেকে ‘প্রথম’ ছিল মেসির জন্য। অফিসিয়ালিভাবে বার্সেলোনার মূল অধিনায়ক হিসেবে এটাই ছিল মেসির প্রথম লিগ ম্যাচ। তো এই দুই প্রথমকে মেসি রাঙিয়েও দিয়েছেন ‘দুই’-এর মাধ্যমেই।
আলাভেসের বিপক্ষে লিগ অভিযান শুরুর ম্যাচেই আর্জেন্টাইন তারকা করেছেন জোড়া গোল। বার্সেলোনার ৩-০ গোলের জয়টিই তাই ছিল মেসিময়। তার এই দূরন্ত শুরু অবশ্য সেই নেতিবাচক প্রশ্নটাকেও উসকে দিয়েছে। মেসি বার্সেলোনায় যত বড় খেলোয়াড়, আর্জেন্টিনার জার্সি গায়ে তত বড় নন। আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির বিশ্বকাপ নিষ্প্রভতার স্মৃতি যে এখনো টাটকা!

বিশ্বকাপে মেসি ৪ ম্যাচে করেছিলেন মাত্র ১টি গোল। একমাত্র গোল করা সেই ম্যাচটিও ঠিক মেসিময় ছিল না। কারণ নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলটা তিন নন, তা করেছিলেন ডিফেন্ডার মার্কোস রোহো। যাই হোক, জাতীয় দলের জার্সি গায়ে ঘুমিয়ে থাকা মেসিই বার্সার জার্সি গয়ে জাদু দেখালেন লিগের প্রথম ম্যাচেই।
জোড়া গোলে মৌসুমের শুরুতেই প্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে ফেললেন দুই ধাপ। প্রথম ম্যাচেই তার নামের পাশে লেখা হলো ২ গোল, রোনালদোর নামের পাশে একটিও নয়। মানে ‘১১১১ সেরা’র লড়াইয়ে রোনালদো শুরুতেই দুই সিঁড়ি পেছনে। দুজনের সেরার দ্বৈরথের সবচেয়ে বড় মানদ- তো এই গোলই। পায়ে গোলের বান ছুটিয়েই তো গত এক দশক ধরে দুজনে শাসন করে চলেছেন বিশ্ব ফুটবল।
তবে রোনালদো ভক্তরা এখন এই আশায় থাকতে পারেন, ভোরের সূর্য সব সময়ই সঠিক বার্তা দেয় না। কখনো কখনো উল্টো বার্তাও দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়