শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০৯:১২ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আহমেদ মুনির, ভোলা: আখের বাম্পার ফলনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকা, ভালো জাত নির্বাচন, রোগব্যাধি কম থাকা, সময় মতো কৃষি উপকরণ এবং পরামর্শ পাওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এ বছর ফলন বেশী হয়েছে এমন দাবী কৃষি অফিস ও কৃষকদের। আগাম আখ বাজারে আসায় কৃষকরা বাজার দাম ও বেশী পাচ্ছে।

বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর এ উপজেলায় ১৩০-হেক্টর জমিতে বিভিন্ন জাতের আখ আবাদ হয়েছে।অমৃত, রংবিলাশ, ঈশ্বরদি- ১.২ সিএসি ২০৮ জাতের আখের গড়ে হেক্টর প্রতি উৎপাদন ৪৫ টন ।

কৃষি অফিস আরো জানায়, এ বছরই প্রথম বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত অমৃত এবং রং বিলাশ জাত ইক্ষু বোরহানউদ্দিনে চাষ করা হয়। প্রতি একর জমি থেকে কৃষকরা ৩০হাজার টাকার আখ বিক্রয় করছেন বলে তারা জানান। আখ উৎপাদনে ঝুকি কম, এছাড়া ও এর সাথে সাথি ফসল উৎপাদ করে বাড়তি টাকা আয় করা যায়।যার কারণে আখের উৎপাদন খরচ কম হয়। এতে করে কৃষকরা অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে বেশী লাভবান হন। এ কারণে কৃষকরা আখ চাষের দিকে ঝুকছেন।

উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ ওয়ার্ডের বোরহানউদ্দিন কামিল মাদরাস সংলগ্ন কয়েকটি আখ ক্ষেত পরিদর্শনে গিয়ে কথা হয় কয়েকজন আখ চাষির সাথে।ওই এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে ইছাহাক মিয়া জানায়, চলতি বছর তিনি ৪৪শতাংশ জমিতে আখ চাষ করেন। এতে খরচ হয় ৪০হাজার টাকা।ওই জমির আখ তিনি ক্ষেতেই ১লাখ ২৫ হাজার টাকায় বিক্রয় করেন।

তিনি জানান, ধানের চেয়ে আখে খরচ ও পরিশ্রম কম কিন্ত আয় বেশী।গত বছরের চেয়ে এ বছর তিনি আখ বেশী করেন বলে জানান। আখ চাষী রেশদ আলী, আ: মালেক, খোরশেদ আলম, সহিদুল ইসলাম জানায়, আখের রোগ বালাই কম।অন্য ফসলের মতো এতো যত্ন করতে হয় না।আখ বিক্রয় করে অর্ধেক অর্ধেক লাভবান হওয়া যায়।

উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ আলম ও মনির হোসেন জানান, কৃষকরা আখ চাষের সাথে সাথি ফসল, যেমন আলু,গাজর,বাধাকপি,ফুলকপি, ও শিম চাষ করে লাভবান হতে পারেন।এ জন্য কৃষকরা আখ চাষে আগ্রহী হয়ে উঠছ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওমর ফারুখ জানান, আখ চাষ একটি লাভজনক ।লাল পচা রোগ ছাড়া তেমন জটিল রোগ নেই এ ফসলে।বর্তমানে আমরা এ উপজেলায় চিবিয়ে খাওয়ার উপেযোগী জাতের আখ চাষের জন্য চাষীদের উদ্বুদ্ধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়