শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সেপ্টেম্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় হবে ‘

মো. ইউসুফ আলী বাচ্চু: আগামী সেপ্টেম্বর মাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় বিচারিক আদালত থেকে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আসামী বাবরের যুক্তিতর্ক চলছে। ২৬,২৭ ও ২৮ আগস্টের মধ্যে যুক্তিতর্ক শেষ হবে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্সে লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এমনটা জানান।

বঙ্গবন্ধু খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের রায় ফাসি কার্যক্রর এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে সভার আয়োজন করে ২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

২১ আগস্ট গ্রেনেড হামলার ৫২ জন আসামী। যার মধ্যে ১৭ জন পলাতক রয়েছে। ২২৫ জনের স্বাক্ষী গ্রহণ করা হয়েছে বলে জানান আইন মন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধী সকলের বিচার হয়েছে। ২১ আগস্ট গ্রেন্ড হামলার বিচার হবে।

এ সময় বিএনপির উদ্দেশ্যে আনিসুল হক বলেন, আপনারা (বিএনপি) যদি চান জিয়াউর রহমানের হত্যার বিচার করবেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা কেন ষড়যন্ত্রের গন্ধ পাই এটা সবাই জানে না। কারণ বিএনপির জন্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে হয়েছে। ২১ আগস্ট মামলার তদন্তে অনেক তথ্য বেরিয়ে এসেছে। সেখানে ৭১,৭৫ এর ষড়যন্ত্রকারীরা চলে এসেছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ৭৫ এর হত্যাকান্ডে জিয়া পরিবার সরাসরি জরিত।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যদিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে পারলে তাকের রহমান ওই দিন জন্মদিবস পালন করতো।

কামরুল বলেন, তত্বাবধায়ক কিংবা সহায়ক সরকারের কোন সুযোগ নেই। আর নির্বাচনকালীন সরকারে বিএনপি থাকার কোন সুযোগ নেই। কারণ তারা (বিএনপি) সংসদে নেই।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকি। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত অনেকে উপস্থিত ছিলেন৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়